২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

বরিশালে বিএম কলেজের সামনে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

- ছবি : নয়া দিগন্ত

বরিশাল নগরীর ব্রজমোহন (বিএম) কলেজের সামনে সড়ক দুর্ঘটনায় জান্নাত (১০) নামে এক শিশু নিহত হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) দুপুরে বিএম কলেজ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

বরিশাল নতুন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘রাস্তা পার হওয়ার সময় হলুদ অটোরিকশা উল্টে চাপা পড়ে ওই শিশু নিহত হয়েছে। এ ঘটনার পর চালকের গ্রেফতার দাবিতে চার ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে বিএম কলেজ শিক্ষার্থীরা। এতে দু’পাশে যানবাহন আটকে জনদুর্ভোগ হয়। এ সময় শিক্ষার্থীরা নিরাপদ সড়ক নিশ্চিতে ছয় দফা দাবি উত্থাপন করেন। দাবি মেনে না নেয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান বিএম কলেজ শিক্ষার্থী শাহাবুদ্দিন মিয়া।’

নিহত জান্নাত পটুয়াখালী সদরের বাসিন্দা মো: নিজামের মেয়ে। তিনি বরিশাল নগরীতে বোনের বাড়িতে বেড়াতে এসেছিলেন বলে জানা গেছে।

শিক্ষার্থীদের ছয় দফা হলো, ২৪ ঘণ্টার মধ্যে জড়িত চালককে গ্রেফতার, ক্যাম্পাসের সামনের ফুটপাত দখল মুক্ত করা, কলেজ চলাকালীন সামনের সড়ক বাদ দিয়ে বিকল্প সড়ক চালু করতে হবে, নতুন বাজার থেকে নথুল্লাবাদ পর্যন্ত সড়কের গতিসীমা নির্ধারণ, নির্দিষ্ট দূরত্ব পরপর স্পীডব্রেকার ও রোড ডিভাইডার দিতে হবে, কলেজের সামনের ফুটপাতে দোকান বসিয়ে চাঁদাবাজি বন্ধ করতে হবে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলেন, ‘জান্নাত আরো একজন শিশুকে নিয়ে দোকান থেকে চিপস কিনে রাস্তা পার হচ্ছিল। তখন দ্রুত গতির একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।’

বরিশাল নতুন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, ‘কলেজের সামনের কলেজিয়েট স্কুলের কাছে বিএম কলেজ সড়ক পার হচ্ছিল ওই শিশু। এ সময় অটোরিকশা উল্টে ওই শিশুর ওপর পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে নিলে কর্তব্যরত চিকিৎসক তাতে মৃত ঘোষণা করেন।

বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘অভিযুক্ত অটোরিকশাচালককে আটক করতে পুলিশের অভিযান চলছে।


আরো সংবাদ



premium cement