বাকেরগঞ্জে অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটার দায়ে জরিমানা
- বাকেরগঞ্জ (বরিশাল) সংবাদদাতা
- ২১ জানুয়ারি ২০২৫, ২১:০৯
বরিশালের বাকেরগঞ্জে অবৈধভাবে নদী থেকে মাটি কাটার অপরাধে একজনকে তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২১জানুয়ারি ) উপজেলার কলসকাঠি ইউনিয়নের কোচনগর এলাকার দুবাই ব্রিক ফিল্ডে অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।
বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
রুমানা আফরোজ জানান, আদালত চলাকালীন সময় অবৈধভাবে নদী ও খাস জমি থেকে ভেকু ও পল্টনের মাধ্যমে মাটি কাটা ও বিক্রিসহ বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হওয়ায় পল্টনের মাস্টার আনছার আলীকে (৫০) আইনমতে তিন লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে তিন মাস কারাদণ্ড দেয়া হয়।
সরকারি সম্পত্তি রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা