ঝালকাঠির সুগন্ধা নদী থেকে নবজাতকের লাশ উদ্ধার
- ঝালকাঠি প্রতিনিধি ও নলছিটি (ঝালকাঠি) সংবাদদাতা
- ২০ জানুয়ারি ২০২৫, ১৭:০৫
ঝালকাঠির নলছিটি উপজেলার সুগন্ধা নদী থেকে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলার কুলকাঠি ইউনিয়নের বারইকরন এলাকায় সুগন্ধা নদীর তীরে উপুড় হয়ে পড়ে থাকা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, নদীর তীরে নবজাতকের লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে তারা এসে উদ্ধার করে। নবজাতকের বয়স আনুমানিক পাঁচ দিন হবে।
নলছিটি থানার ওসি আব্দুস সালাম বলেন, ‘নবজাতকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তদন্ত রিপোর্ট পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তার বয়স আনুমানিক পাঁচ দিন হবে।’