বরিশালে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়
- বরিশাল ব্যুরো
- ১৯ জানুয়ারি ২০২৫, ১৮:৩৩
বরিশাল নগরীর কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহ মাঠে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন সফল করতে জনগণের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেছেন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। রোববার (১৯ জানুয়ারি) নগরীর কিং ফিশার চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত সাংবাদিকদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এই সহযোগিতা চান দলের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।
তিনি বলেন, আগামী ২১ জানুয়ারি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বরিশাল আগমন ও কর্মী সম্মেলনকে ঘিরে জেলা ও মহানগর জামায়াত নেতাকর্মীরা ইতোমধ্যেই সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছেন। এ সময় সাংবাদিক ও বরিশালবাসীর সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর। এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বরিশাল জেলা আমির অধ্যাপক আব্দুল জব্বার। স্বাগত বক্তব্য রাখেন বরিশাল মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য ও কর্মী সম্মেলন বাস্তবায়ন কমিটির মিডিয়া বিভাগের আহবায়ক অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু।
এ ছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল মহানগরীর নায়েবে আমির প্রফেসর মাহমুদ হোসাইন দুলাল, সহকারী সেক্রেটারি হাফেজ হাসান আতিক, মিডিয়া বিভাগের সদস্য মাহফুজ আমিন, অ্যাডভোকেট শাহে আলম, বায়েজীদ বোস্তামী, জেলা কর্মপরিষদ সদস্য ও মিডিয়া বিভাগের সদস্য সাইফুল ইসলাম প্রমুখ।