দশমিনায় জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উপলক্ষে দোয়া
- দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা
- ১৯ জানুয়ারি ২০২৫, ১৩:০০, আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫, ১৩:১২
পটুয়াখালীর দশমিনায় বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি বীর উত্তম মেজর জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উপলক্ষে উপজেলা বিএনপির আয়োজনে স্মরণ সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ জানুয়ারি) বেলা ১১টায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির সভাপতি আবদুল আলীম তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য হাসান মামুন।
আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম শানু, যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুজ্জামান বাদল, বেল্লাল হোসেন, কৃষক দলের সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক হারুন-আর-রশিদ, যুবদলের আহ্বায়ক এনামুল হক রতন, সদস্য সচিব শামীম খান, ছাত্র দলের সভাপতি কাজী তানজিল আহমেদ রিডেন, সাধারণ সম্পাদক সালাহউদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জোবায়ের হোসেন আককাচ।
এছাড়া শ্রমিক দলের আহ্বায়ক অলিউল ইসলাম, সদস্য সচিব কাওসার খানসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উপলক্ষে উপজেলা বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া ও মিলাদ শেষে মিষ্টি বিতরণ করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা