১৮ জানুয়ারি ২০২৫, ০৪ মাঘ ১৪৩১, ১৭ রজব ১৪৪৬
`

তারুণ্যের উৎসবে ইন্দুরকানীতে অর্ধডজন কর্মসূচি পালিত

- ছবি : নয়া দিগন্ত

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই স্লোগান নিয়ে পিরোজপুরের ইন্দুরকানীতে তারুণ্যের উৎসব উপলক্ষে অর্ধডজন কর্মসূচি পালিত হয়েছে।

ইন্দুরকানী উপজেলা প্রশাসনের উদ্যোগে গত রোববার (১২ জানুয়ারি) থেকে বৃহস্পতিবার পর্যন্ত এ সব কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধে ছিল তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা, বিতর্ক, কুইজ, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, পরিচ্ছন্নতা অভিযান ও বর্জ্য শূণ্যতার প্রচার, মশক নিধন ও জলাবদ্ধতা নিরসন এবং প্রীতি ফুটবল টুর্নামেন্ট।

ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক হাসান বিন মুহাম্মাদ আলী বলেন, তারুণ্যের উৎসব-২০২৫ বর্তমান সরকারের নিজস্ব একটি উদ্যোগ। তরুণ প্রজন্মকে সব বিষয়ে এগিয়ে নেয়ার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইন্দুরকানীতে আমরা উৎসবমুখর পরিবেশে স্বতস্ফুর্তভাবে তারুণ্যের উৎসব পালন করতে পেরেছি।

 


আরো সংবাদ



premium cement