বাকেরগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ৭
- বাকেরগঞ্জ (বরিশাল) সংবাদদাতা
- ১৭ জানুয়ারি ২০২৫, ১০:১০, আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫, ১০:১২
বরিশালের বাকেরগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক নিহত এবং সাতজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ২০ মিনিটে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালক মাহবুব হোসেন (৪৫) সাতক্ষীরার তালা উপজেলার নওয়াপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে পটুয়াখালীগামী নারায়ণগঞ্জ ট্রাভেলসের একটি বাসের সাথে পটুয়াখালী থেকে ঢাকাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে বাসটি ক্ষতিগ্রস্ত হয় এবং ট্রাকটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। স্থানীয়রা আহত আটজনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসকরা মাহবুব হোসেনকে মৃত ঘোষণা করেন।
বাকেরগঞ্জ বাগেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা