১৬ জানুয়ারি ২০২৫, ০২ মাঘ ১৪৩১, ১৫ রজব ১৪৪৬
`

বাংলাদেশে ইসলাম না থাকলে স্বাধীনতা বিপন্ন হবে : মামুনুল হক

গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মদ মামুনুল হক - ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মদ মামুনুল হক বলেছেন, ‘বাংলাদেশে ইসলাম বিপন্ন হলে, স্বাধীনতাও বিপন্ন হবে। স্বাধীনতা ও ইসলাম একই সূত্রে গাথা। তাই দেশের সকল ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

তিনি বলেন, ‘১৯৪৭ সালে আল্লাহর কোরআনের শাসন কায়েমের জন্য যে ভুখন্ড অর্জিত হয়েছিল সেখানে পশ্চিম পাকিস্তানের স্বৈরশাসকদের দ্বারা ধর্মভীরু মানুষ প্রতারিত হয়েছে। মুক্তিযোদ্ধারা রক্তক্ষয় করে জয়লাভের পর ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রেসক্রিপশনে ৭২-এর সংবিধান অনুযায়ী, বাংলাদেশের চেতনার পরিপন্থী ধর্ম নিরপেক্ষ মতবাদ অন্তর্ভুক্ত করে মুক্তির সংগ্রামকে মুক্তিযোদ্ধার সাথে আবারো বিশ্বাসঘাতকতা করেছিলেন আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমান। ৭১-এর চেতনা থেকে মানুষকে বঞ্চিত করা হয়েছে। বাংলাদেশের সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষ মতবাদ বাদ দিতে হবে।’

বুধবার (১৫ জানুয়ারি) রাতে পটুয়াখালী ঝাউতলা মাঠে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খেলাফত মজলিসের আমির বলেন, অতীতের সকল অর্জন বারবার ষড়যন্ত্রকারীরা ছিনতাই করেছে। বিজয়ের লক্ষ্য এবং উদ্দেশ্য ব্যাহত হয়েছে। ২৪-এর আগস্টের বিপ্লবের সেনা নায়কদেরকে বলি এবারের বিপ্লব ব্যর্থ হতে দেয়া যাবে না। এ সময় তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্রদের বিগত দিনের মতো ভবিষ্যতেও সোচ্চার থাকার আহ্বান জানান।

খেলাফত মজলিস পটুয়াখালী জেলা শাখার সভাপতি মাওলানা আব্বাস আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা জালাল উদ্দিন, জেলা জামায়াতে ইসলামের আমির অ্যাডভোকেট নাজমুল আহসান, জেলা ঈমাম পরিষদের সভাপতি মাওলানা আবু সাঈদ, মাওলানা আবুল কাসেম, পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি মুহাম্মদ আবদুল্লাহ নাহিয়ান প্রমুখ।

মামুনুল হক বলেন, ‘৫০ বছর ধরে এ দেশের মানুষের ওপর স্বৈরশাসন চালানো হয়েছে। যখনই এ দেশের মানুষ স্বৈরাচারের প্রতিবাদ করেছে তখন তাদের আন্দোলনকে বিভিন্ন ‍উগ্রবাদ ও রাজাকারের ট্যাগ দিয়ে গুম খুনের মাধ্যমে বাধাগ্রস্ত করা হয়েছে। তারা এ দেশকে অন্য দেশের অঙ্গরাজ্যে পরিণত করার অপচেষ্টা চালিয়েছে।’

সংবিধান ইস্যুতে তিনি বলেন, সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ অন্তর্ভুক্ত রয়েছে খবরদার এ বিসমিল্লার দিকে কেউ যেন রক্তচক্ষু নিয়ে তাকানোর চেষ্টা না করে। সংবিধানে আল্লাহর ওপর অবিচল আস্থা এবং বিশ্বাসের যে কথা ছিল সেটাকে আবার অন্তর্ভুক্ত করতে হবে। অনেকে বলেন, রাষ্ট্রের আবার ধর্মের দরকারটা কি? তাদের উদ্দেশ্য বলতে চাই, রাষ্ট্র কথা না বললে যদি ভাষার দরকার হয় তাহলে রাষ্ট্র নামাজ না পড়লেও রাষ্ট্রের ধর্মের দরকার আছে।


আরো সংবাদ



premium cement
যুদ্ধবিরতির খবরে গাজার রাস্তায় ফিলিস্তিনিদের উল্লাস ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ-২০২৫-এর প্রথম সাধারণ অধিবেশন অনুষ্ঠিত বিদায়ী ভাষণে গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছনোর কৃতিত্ব নিলেন বাইডেন প্রধান উপদেষ্টার সাথে সর্বদলীয় বৈঠকে অংশ নেবে না এলডিপি বাংলাদেশে এইচএমপিভিতে আক্রান্ত নারীর মৃত্যু কমলগঞ্জে পাহাড়ি ছড়া থেকে যুবকের লাশ উদ্ধার সপ্তাহের শেষ কার্যদিবসের প্রথম ঘণ্টায় দাম বেড়েছে বেশিভাগ কোম্পানির বান্দরবানে অপহৃত ৭ তামাক চাষি উদ্ধার হামাস-ইসরাইল যুদ্ধবিরতি চুক্তির সম্পূর্ণ বিবরণ প্রকাশ অভিনেতা সাইফ আলি খানকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি সর্বদলীয় বৈঠকে যাচ্ছে না ১২ দলীয় জোট

সকল