১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

রাবিতে কোরআন পোড়ানোর প্রতিবাদে ববিতে মানববন্ধন

- ছবি : নয়া দিগন্ত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলগুলোয় পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

জানা যায়, গত ১১ জানুয়ারি দিবাগত রাতে রাবির শহীদ জিয়াউর রহমান হল, সৈয়দ আমীর আলী হল, মাদার বখশ হল, শাহ মাখদুম হল, শেরেবাংলা হল, শহীদ হবিবুর রহমান হল ও মতিহার হলে রাতের আঁধারে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনা ঘটেছে এবং জিয়াউর রহমান হলের দেয়ালে বিজেপির লোগো আঁকা হয়েছে৷

মানববন্ধনে লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী সোহরাওয়ার্দী পবিত্র কোরআন তিলাওয়াতে মাধ্যমে মানববন্ধন কর্মসূচি শুরু করেন। এ সময় ইসলামিক সংগীত পরিবেশন করেন অ্যাকাউন্টিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নুরুল আমিন।

মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী মাসুম বিল্লাহর উপস্থাপনায় মানববন্ধনে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ টি এম রফিকুল ইসলাম, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হাসান মাহমুদ, রসায়ন বিভাগের শিক্ষার্থী হাসিবুল হোসেন ও রফিকুল ইসলাম, লোক প্রশাসন বিভাগের মোকাব্বেল শেখসহ প্রমুখ।


আরো সংবাদ



premium cement