১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

বরিশালে সাবেক উপজেলা চেয়ারম্যান কারাগারে

- ছবি : নয়া দিগন্ত

বরিশালের আঞ্চলিক শিক্ষক সমিতির উপদেষ্টা ও বরিশাল সদর উপজেলার চেয়ারম্যান আব্দুল মালেককে বিএনপির দলীয় কার্যালয়ে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় জেলে পাঠানোর আদেশ দেন আদালত।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) তাকে জেলে পাঠানোর আদেশ দেন বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট মো. হাবিবুর রহমান চৌধুরী। এর আগে সোমবার তাকে গ্রেফতার করে কোতয়ালী মডেল থানা পুলিশ।

জানা যায়, গ্রেফতার আব্দুল মালেক বরিশাল আঞ্চলিক শিক্ষক সমিতির উপদেষ্টা ও বরিশাল সদর উপজেলার চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তিনি বরিশাল-৫ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করা রেলওয়ের আলোচিত ইজারাদার সালাহউদ্দিন রিপনের চাচা।

কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মিজানুর রহমান জানান, বরিশাল নগরীর সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ে গত ৪ আগস্ট হামলা, ভাঙচুর, লুট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক মামলা করেন। মামলার আসামি হিসেবে রাতে সদর রোডের বাটারগলির বাসা থেকে সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেককে গ্রেফতার করা হয়। পরে মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়।

আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) এনামুল হক বলেন, ‘গ্রেফতারী পরোয়ানা থাকায় বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জেলে পাঠানোর আদেশ দেন। পরে তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।’


আরো সংবাদ



premium cement