উজিরপুরে স্বর্ণ ব্যবসায়ীর ঘরে ডাকাতি, গ্রেফতার ৬
- উজিরপুর (বরিশাল) সংবাদদাতা
- ১৩ জানুয়ারি ২০২৫, ২২:৫৩, আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫, ২৩:০৬
বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের উত্তর মোড়াকাঠী গ্রামে এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় ডাকাত দলের হামলায় ওই ব্যবসায়ীর পরিবারের ৫ সদস্য গুরুতর আহত হন। এ ঘটনায় ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায়, গতকাল রোরবার (১২ জানুয়ারি) রাত ২টার দিকে উত্তর মোড়াকাঠী গ্রামের শিকারপুর বন্দরের স্বর্ণ ব্যবসায়ী জামাল সরদারের ঘরে দেশীয় ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে একদল ডাকাত দরজা ভেঙে ঘরে ঢুকে। ডাকাত দল ওই ঘরে থাকা ইতালি প্রবাসীর মেয়ের জামাই রাশেদ খান, মেয়ে মনি বেগম, ছেলে নবীন সরদার, নাতি রিমি ও জামাল সরদারের স্ত্রীকে মারধর করে। এ সময় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাত দল স্বর্ণালংকার, নগদ অর্থ, বৈদেশিক মুদ্রাসহ অর্ধকোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এর মধ্যে প্রায় ৩৭ ভরি স্বর্ণ, ৯ ভরি রূপা, ২ লাখ টাকা, ৩টি মোবাইল সেট লুট হয়।
এ দিকে ডাকাতির ঘটনা টের পেয়ে এলাকাবাসী চারদিক থেকে ঘিরে ফেললে ডাকাত দলের সদস্যরা বোমা ফাটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে পালানোর চেষ্টা করে। এ সময় বানারীপাড়া উপজেলার ইলুহার গ্রামের আবদুল গাফফারের ছেলে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ফোরকান (৩২), চাঁদপুরের হাইমচর উপজেলার উত্তর বগুলা গ্রামের জমির আলী হাওলাদারের ছেলে ইমরান (২৬) নামের দুইজনকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী উজিরপুর মডেল থানার পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পশ্চিম বামরাইল গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা শাহজাহানের ছেলে সোহেল সরদার (৩৫), রাসেল সরদার (২৬) ও একই গ্রামের মৃত কাসেম বিশ্বাসের ছেলে আলিম বিশ্বাস(৩৮), নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলার বড় চ্যাংগাইর গ্রামের মতিউর রহমানের ছেলে মিনহাজকে (২০) গ্রেফতার করে।
ঘটনাস্থল থেকে ডাকাত দলের ব্যবহৃত একটি পিকআপ (ঢাকা মেট্রো ন-১৫-৫৬০০) উদ্ধার করে পুলিশ।
এ ঘটনার পর এলাকায় ডাকাত আতঙ্ক ছড়িয়ে পরে।
এ ব্যাপারে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম জানান, ডাকাত দেলের ছয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন।