১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১, ১২ রজব ১৪৪৬
`

‘শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ’ ব্যানার টানানো সেই শিক্ষিকাকে কারণ দর্শানোর নোটিশ

‘শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ’ ব্যানার টানানো সেই শিক্ষিকাকে কারণ দর্শানোর নোটিশ - ছবি : নয়া দিগন্ত

সরকারি কর্মচারী বিধিমালা অমান্য করায় বরিশালের গৌরনদী উপজেলার কাঁঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তানিয়া আক্তারকে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে।

সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করে বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ মো: আকতারুজ্জামান জানান, গত ৮ জানুয়ারি শিক্ষিকা তানিয়া আক্তারের বিরুদ্ধে কেন বিভাগীয় মামলা রুজু করা হবে না এ মর্মে নোটিশ জারি করা হয়। নোটিশটির অনুলিপি প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক, বরিশাল বিভাগীয় উপপরিচালক ও গৌরনদী উপজেলা শিক্ষা অফিসারকে প্রেরণ করা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, চলতি মাসের ২ জানুয়ারি আপনি (শিক্ষিকা তানিয়া) কর্তৃপক্ষের অনুমতি ব্যতিত ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ’ এই বাণী সম্বলিত ভর্তি বিজ্ঞপ্তির একটি পুরানো ব্যানার বিদ্যালয়ে টানিয়ে রাখেন। ব্যানারটি এলাকাবাসীর চোখে পড়লে বিদ্যালয়ে সাংবাদিক আসেন এবং বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এ প্রেক্ষিতে, গৌরনদী উপজেলা শিক্ষা অফিসার গত ৫ জানুয়ারি বিদ্যালয়ে গিয়ে ঘটনার সত্যতা পেলে ‘বিষয়টি শিক্ষিকার বিধি বহির্ভূত অপরাধ ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপের সামিল’ উল্লেখ করে ৬ ডিপিইও দফতরে প্রতিবেদন দাখিল করেন। আপনার (তানিয়া) এরূপ কার্যকলাপ যা সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮ -এর ৩ (খ) এবং দণ্ডবিধি ১৮৬০ -এর ধারা ১২৪(ক) -এর আওতায় শাস্তিযোগ্য অপরাধ। এমতাবস্থায়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ -এর ৩(খ) বিধিমতে ‘অসদাচরণ’ -এর অভিযোগে আপনার (তানিয়া) বিরুদ্ধে কেন বিভাগীয় মামলা রুজু করা হবে না তার সন্তোষজনক জবাব সাত কর্মদিবসের মধ্যে ডিপিইও'র নিকট দাখিল করার জন্য বলা হলো।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ মো: আকতারুজ্জামান জানান, তাকে আগামী সাত কর্মদিবসের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। জবাবের পর্যালোচনা করে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement
সেনাবাহিনী প্রধানের সাথে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সাক্ষাৎ উজিরপুরে স্বর্ণ ব্যবসায়ীর ঘরে ডাকাতি, গ্রেফতার ৬ সীমান্তে উত্তেজনা : বাংলাদেশকে যা জানাল ভারত এলপি গ্যাসে সাড়ে ৭ শতাংশ ভ্যাট কমাল সরকার ‘ব্যবসা গোটাতে চান উদ্যোক্তারা’ শিরোনামে খবরটি বিভ্রান্তিকর : সিএ প্রেস উইং সংবাদ সম্মেলনে হয়রানি ও ষড়যন্ত্রের বিচার চেয়েছেন ব্যবসায়ীর বিধবা স্ত্রী মৌলভীবাজারে জমে উঠেছে মাছের মেলা সাবেক ভূমিমন্ত্রী জাবেদের আরামিট সিমেন্টের ব্যাংক হিসাব স্থগিত বর্ষসেরা ফটোগ্রাফার পুরস্কার পেয়েছেন সাংবাদিক মুগনিউর রহমান মনি দেশের চলমান পরিস্থিতি নিয়ে কাল সংবাদ সম্মেলন বিএনপির মালয়েশিয়ায় বাংলাদেশ মুসলিম কমিউনিটি পেনাংয়ের আলোচনা সভা

সকল