কল্যাণরাষ্ট্র তৈরি হলে সকল শ্রেণি-পেশার মানুষের উন্নতি হবে : অ্যাডভোকেট হেলাল
- বরিশাল ব্যুরো
- ১২ জানুয়ারি ২০২৫, ২০:২৯
কল্যাণরাষ্ট্র তৈরি হলে সকল শ্রেণি-পেশার মানুষের উন্নতি হবে মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযয্ম হোসাইন হেলাল বলেছেন, ‘জুলাই বিপ্লবকে ধারণ করে ঘরে ঘরে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে হবে। ১৭ বছরের চরম জুলুম নির্যাতনের পরে ছাত্র-জনতার নজিরবিহীন ত্যাগের বিনিময়ে ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে এই পরিবর্তন এসেছে। এই পরিবর্তনকে গুরুত্ব দিয়ে যথাযথভাব কাজে লাগাতে হবে।’
রোববার (১২ জানুয়ারি) সন্ধ্যায় বরিশাল নগরীর সাগরদী ইসলামিয়া কামিল মাদরাসার হলরুমে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর উদ্যোগে আয়োজিত দায়িত্বশীলদের নিয়ে ২০২৫ সেশনের বার্ষিক পরিকল্পনার ওপর অরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
অ্যাডভোকেট মুয়াযয্ম হোসাইন হেলাল বলেন, ‘বরিশাল নগরীর লক্ষ লক্ষ মানুষের মাঝে আমাদের দাওয়াত পৌঁছে দিতে হবে। প্রত্যেক শ্রেণি-পেশার মানুষের মাঝে দাওয়াত পৌঁছাতে হবে। শিক্ষিত-অশিক্ষিত, মুসলিম-অমুসলিম সকল মানুষ আমাদের দাওয়াতের দাবিদার। ইসলামি হুকুমাত প্রতিষ্ঠার মাধ্যমে কল্যাণরাষ্ট্র তৈরি হলে প্রত্যেক শ্রেণি-পেশার মানুষের উন্নতি হবে সেটা তাদের বোঝাতে হবে।’
মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ জহির উদ্দিন মো: বাবরের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও বরিশাল জেলা আমির অধ্যাপক আব্দুল জব্বার। এ সময় অনুষ্ঠানে দারসুল কোরআন পেশ করেন মহানগরীর সহকারী সেক্রেটারি হাফেজ মাওলানা হাসান আতিক।
এছাড়া মহানগরীর সহকারী সেক্রেটারি তারিকুল ইসলাম, কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান, মাওলানা জয়নুল আবেদিন, আব্দুস সাত্তার, মাওলানা শহিদুল ইসলাম, অধ্যাপক মাহফুজুর রহমান আমিন, মাওলানা শফিউল্লাহ তালুকদার, মুহাম্মদ জাফর ইকবাল, শামীম কবির, মহানগর শূরা সদস্য মোস্তাফিজুর রহমান, অধ্যাপক আনোয়ার হোসাইন, অধ্যাপক সুলতানুল আরেফিন, মোয়াজ্জেম হোসেন হাওলাদার, মাওলানা সোহরাব হোসাইন, অ্যাডভোকেট আবুল খায়ের শহীদ প্রমুখ উপস্থিত ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা