দেশের প্রথম সংসদের সদস্য আজাহার উদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ
- লালমোহন (ভোলা) সংবাদদাতা
- ১০ জানুয়ারি ২০২৫, ১১:৫৫, আপডেট: ১০ জানুয়ারি ২০২৫, ১২:০২
দ্বীপ জেলা ভোলার লালমোহনে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের সদস্য সাবেক এমএলএ ডা: আজাহার উদ্দিন আহমদের ১৫তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদার সাথে আজ শুক্রবার পালন করা হচ্ছে।
এ উপলক্ষে বিকেলে ডা: আজাহার উদ্দিন স্মৃতি পরিষদের উদ্যোগে তার নিজ গ্রাম পূর্ব চরউমেদে আজাহার উদ্দিন রোডের পূর্ব মাথায় মসজিদে মদিনায় মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।
ডা: আজাহার উদ্দিন বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্য ও সাবেক মন্ত্রী মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদের বাবা। তিনি ২০১১ সালের ১০ জানুয়ারি বার্ধক্যজনিত কারণে বরিশাল হাসপাতালে মৃত্যুবরণ করেন।
তিনি ১৯১৩ সালের ১৩ অক্টোবর ভোলা জেলার দৌলতখাঁন উপজেলার চর কাকড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ছোট বয়সে তিনি পরিবারের সঙ্গে লালমোহনে চলে আসেন। শিক্ষাজীবনে তিনি প্রাথমিক বৃত্তি লাভ করেন এবং বরিশাল বিএম কলেজ থেকে আইএসসি পাস করেন। এরপর তিনি বিভিন্ন হাসপাতালে কর্মজীবন শুরু করেন এবং ডাক্তারির পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হয়ে পড়েন।
ডা: আজহার উদ্দিন ১৯৬৩ ও ১৯৬৫ সালে ভোলার দক্ষিণাঞ্চলের এবং সাবেক বাকেরগঞ্জ আসন থেকে যথাক্রমে প্রথম ও দ্বিতীয়বার প্রাদেশিক আইন পরিষদের সদস্য (এমএলএ) নির্বাচিত হন এবং বিরোধী দলের ডেপুটি লিডার হিসেবে দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধের সময়ের তার অবদান ছিল অসামান্য, যেখানে তিনি মুক্তিযোদ্ধাদের সংগঠিত ও প্রশিক্ষণ ক্যাম্প পরিচালনার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।