কাউখালীতে চাঁদাবাজি রুখতে বিএনপির মাইকিং
- কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা
- ০৮ জানুয়ারি ২০২৫, ১৫:১৯
পিরোজপুরের কাউখালী উপজেলায় চাঁদাবাজি ও মামলাবাজি রুখতে গত তিন দিন ধরে বিভিন্ন এলাকায় মাইকিং করছে স্থানীয় বিএনপির নেতারা।
কাউখালী উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির ও সদস্যসচিব এইচ এম দ্বীন মোহাম্মদের নির্দেশনায় সোমবার (৬ জানুয়ারি) থেকে তিন দিনব্যাপী উপজেলার পাঁচটি ইউনিয়নে এ মাইকিং করা হয়।
জানা গেছে, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পিরোজপুরের কাউখালী উপজেলায় একটি চক্র বিভিন্ন রাজনৈতিক ছত্রছায়ায়, সমন্বয়ক এবং প্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে মানুষকে মামলা-হামলার ভয় দেখিয়ে চাঁদাবাজি ও হয়রানি করছে। এছাড়া বিভিন্ন তদবিরের কথা বলে সরাসরি বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থের লেনদেন হচ্ছে। অন্যদিকে সক্রিয় হয়ে উঠেছে মাদক ব্যবসায়ীরাও। বিষয়টি উপজেলা বিএনপির নজরে এসেছে। তাই চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, ও মামলাবাজদের বিরুদ্ধে জনসাধারণকে সচেতন করতে মাইকিংয়ের সিদ্ধান্ত নেয় উপজেলা বিএনপি। পাশাপাশি জনসাধারণকে পুলিশের সহযোগিতা নেয়ারও কথা জানানো হচ্ছে।
এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্যসচিব এইচ এম দ্বীন মোহাম্মদ বলেন, ‘ফ্যাসিবাদী সরকারের আমলে যত অপকর্ম হয়েছে তা শুধরে দেশকে নতুনভাবে গড়ে তুলতে গণমানুষের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় কাউখালী উপজেলা বিএনপি বিভিন্ন কার্যক্রম শুরু করেছে। দলের নাম ভাঙিয়ে অপকর্ম বন্ধ ও পুলিশকে সহযোগিতা করতে উপজেলার প্রতিটি ইউনিয়নে বিএনপির পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।’
উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম আহসান কবির বলেন, ‘জনসাধারণকে সতর্ক করার জন্য আমরা এরকম মাইকিং করছি। কারণ, কয়েক মাস ধরে বিভিন্ন নামে ও বিভিন্ন পরিচয়ে মানুষকে ভয় দেখিয়ে অর্থ আদায় করা হয়েছে। এর সাথে উপজেলা বিএনপি কোনোভাবেই জড়িত নয়। তাই উপজেলাবাসীকে সাবধান করতে সতর্ক করছি।’
কাউখালী থানার ওসি সোলায়মান জানান, ‘এধরনের মাইকিং আমি শুনেছি। এটা খুবই ইতিবাচক দিক।
তবে চাঁদাবাজ, মাদকের বিরুদ্ধে আমাদের কাছে কেউ অভিযোগ দিলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা