০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

মনপুরার মেঘনায় অবৈধ ১৬ চাই জাল আটক

- ছবি : নয়া দিগন্ত

ভোলার মনপুরার মেঘনায় অভিযান চালিয়ে নিষিদ্ধ পাঙ্গাসের পোনা নিধনের ১৬টি চাই জাল আটক করেছে কোস্টগার্ড ও মৎস্য বিভাগ।

সোমবার (৬ জানুয়ারি) ভোর ৪টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার বদলির চর ও রামনেওয়াজ এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ চাই আটক ও পাঙ্গাসের পোনা উদ্ধার করা হয়।

এই সময় এক হাজার কেজি পাঙ্গাসের পোনা উদ্ধার করা হয়।

পরে উদ্ধার হওয়া পাঙ্গাসের পোনা মেঘনায় ছেড়ে দেয়া হয় বলে জানান উপজেলা মৎস্য কর্মকর্তা কামালা উদ্দিন। আটক ১৬টি নিষিদ্ধ চাই জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হবে বলে জানান তিনি।

এ ব্যাপারে মনপুরা কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার শাহে আলম জানান, মেঘনায় নিষিদ্ধ জাল ধরতে প্রতিনিয়ত উপজেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের যৌথ অভিযান চলবে।


আরো সংবাদ



premium cement