আন্দোলনে নিহত নয়নের লাশ ৫ মাস পর উত্তোলন
- ভোলা প্রতিনিধি
- ০৬ জানুয়ারি ২০২৫, ১৮:৪৩
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত হওয়া ভোলার ছেলে নয়নের লাশ ৫ মাস পর কবর থেকে উত্তোলন করা হয়েছে।
সোমবার (৬ জানুয়ারি) সকাল ১১টার দিকে জেলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড পারিবারিক কবরস্থান থেকে লাশটি উত্তোলন করা হয়।
এ সময় বোরহানউদ্দিন উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) ও উপজেলা সহকারী কর্মকর্তা (ভূমি) মো: মেহেদী হাসান, মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাকসহ নয়নের স্বজনরা উপস্থিত ছিলেন।
নয়ন ওই ওয়ার্ডের মো: নরুল ইসলামের ছেলে। পুলিশ লাশটি উত্তোলন করে তা ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ঢাকার লালবাগ থানা এলাকায় ছাত্র-জনতার সাথে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হন নয়ন। ঘটনার চার দিন পর ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর পর স্বজনরা তাড়াহুড়ো করে ময়নাতদন্ত ছাড়াই গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করে।
সরকার পতনের পর পরিবারের পক্ষ থেকে ৯৭ জনকে আসামি করে লালাবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের জন্য ঢাকা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালত নয়নের লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য মামলার তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা