০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

ঘনকুয়াশা ও কনকনে শীতে বেতাগীর জনজীবন জবুথবু

- ছবি : নয়া দিগন্ত

কনকনে শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে উপকূলীয় জনপদ বরগুনার বেতাগীর জনজীবন।

রোববার (৫ জানুয়ারি) গভীর রাত থেকে সকাল ১১টা পর্যন্ত ঢেকে রয়েছে ঘন কুয়াশায়।

দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। শীতের সাথে কনকনে বাতাস যুক্ত হওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে খেটেখাওয়া শ্রমজীবীসহ সর্বস্তরের মানুষ।

সরেজমিনে দেখা গেছে, উপকূলীয় অঞ্চলগুলোতে ঘন কুয়াশা এবং এর সাথে হিমেল হাওয়া যুক্ত রয়েছে। কোথাও কোথাও ঘনকুয়াশা দেখে মনে হচ্ছে আগুনে ধোঁয়া বের হচ্ছে।

কনকনে ঠান্ডায় প্রত্যন্ত অঞ্চলের শ্রমজীবী মানুষরা পুরাতন গরম কাপড় কিনতে গিয়েও হিমশিম খাচ্ছেন।

কোথাও খড়কুটা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন গ্রামের নিম্নবিত্তরা। শীতের সাথে কনকনে বাতাসের কারণে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছেন না কেউ।

শীতের এ বৈরী আচরণে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে থাকছে ক্রেতা-বিক্রেতার উপস্থিতি অনেক কম।

বেতাগী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ঢালীকান্দা গ্রামের রিকশাচালক বিমল পরামানিক এবং ৫ নস্বর ওয়ার্ডের রিকশাচালক আল আমিন বলেন, ‘ঘন কুয়াশা ও তীব্র শীতের মধ্যেও রিকশা নিয়ে রাস্তায় বের হতে হয়েছে, কারণ সাপ্তাহিক কিস্তির টাকা জোগাড় করতে এবং সংসারের খরচ মিটাতে হবে।’

বেতাগী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্যৈয়াদ আমারুল বলেন, ‘তীব্র শীতের কারণে নারী, শিশু ও বৃদ্ধদের শ্বাসকষ্ট, বুকের ঠাণ্ডাজনিত, নিউমোনিয়া এবং ফুসফুসের ঠাণ্ডা ও সর্দি-জ্বরের রোগীর সংখ্যা বেড়েছে।’

 


আরো সংবাদ



premium cement