০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

ড. মাসুদের অনুরোধে পটুয়াখালীর মাহফিলে থাকবেন আজহারী

ড. মিজানুর রহমান আজহারী ও ড. শফিকুল ইসলাম মাসুদ - ছবি : নয়া দিগন্ত

পূর্ব ঘোষণা অনুযায়ী দেশের আট বিভাগে মাত্র আটটি মাহফিলের সিদ্ধান্ত ছিল জনপ্রিয় ইসলামি আলোচক ড. মিজানুর রহমান আজহারীর। কিন্তু পটুয়াখালী ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদের অনুরোধে সেই সিদ্ধান্তের সাথে যুক্ত হয়েছে পটুয়াখালী জেলার নাম। সবকিছু ঠিকঠাক থাকলে প্রিয় বক্তার বয়ান নিজের জেলায় বসেই শোনার সুযোগ পাচ্ছেন পটুয়াখালীবাসী।

কাছ থেকে প্রিয় বক্তা ড. মিজানুর রহমান আজহারীকে দেখতে পাওয়া এবং ইসলামী আলোচনা শুনতে পাওয়া যাবে বলে অগ্রীম আনন্দের জোয়ার বইছে পটুয়াখালী জেলাজুড়ে। বিরাজ করছে উৎসবের আমেজ। ২৫ জানুয়ারির সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় তারা।

মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা অ্যাডভোকেট নাজমুল আহসান জানান, ‘ড. মিজানুর রহমান আজহারী আগামী ২৫ জানুয়ারি পটুয়াখালী আসবেন। জেলার কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে দুপুর ২টায় পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন আয়োজিত ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে থাকছেন তিনি।’

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে থাকবেন সাবেক ছাত্রনেতা, বাউফল উন্নয়ন ফোরাম ও পটুয়াখালী ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ।

উল্লেখ্য, তাফসিরুল কোরআন মাহফিলে নারীদের বসার জন্য থাকবে বিশেষ ব্যবস্থা। মাহফিলের শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি থাকবেন হাজারো স্বেচ্ছাসেবক।


আরো সংবাদ



premium cement