পৌষের শীত উপেক্ষা করে পর্যটকে মুখর কুয়াকাটা
- রবিন আহম্মেদ, কুয়াকাটা থেকে ফিরে
- ০৩ জানুয়ারি ২০২৫, ১২:০০
অনিন্দ্য রক্তিম আলোয় সকালের সূর্যোদয়ে ঘুম ভাঙে সাগরকন্যা খ্যাত পটুয়াখালীর কুয়াকাটা। হিম বাতাস আর পৌষের গতানুগতিক শীতের ধারা উপেক্ষা করে সাগরের সুন্দর রূপ উপভোগ করতে হোটেল ছেড়ে পর্যটকরা ঘুরে বেড়ান বালুময় এই দ্বীপে। জেলেরা মাছ নিয়ে তীরে ফেরার আগেই সূর্যের কিরণ আর ভাটার তরঙ্গ সৈকতে হাজির হয়ে যায়। সাগরকন্যা খ্যাত পটুয়াখালীর কুয়াকাটা যেন সমুদ্রের বিশালতার মতোই রহস্যে ঘেরা, যার পরতে পরতে রয়েছে নানা গল্প। যে গল্প কখনো সুখের, কখনো শোকের, কখনো বা জীবনযুদ্ধের।
পৌষ-মাঘের শীত বাঘের গায়ে লাগলেও লাগেনি সাগরকন্যায় আসা পর্যটকদের গায়ে। পৌষের হিম শীতল বাতাস উপেক্ষা করেও তারা উপভোগ করছেন সাগর থেকে আছড়ে পড়া রাশি রাশি ঢেউ। ভ্রমনপ্রিয় মানুষ ভ্রমণের পিপাসা মেটাতে আর নিজেকে সাগরপাড়ের রূপে বিমোহিত করতে হোটেল রুম ছেড়ে বেরিয়ে আসেন গায়ে আষ্টেপৃষ্ঠে চাদর জড়িয়ে, আবার কেউ বা বাহারি রকমের শীতবস্ত্র মুড়িয়ে। মাঝে মাঝে শুটকির গন্ধ ভেসে আসে উত্তরের হিমেল হাওয়ায়, আর জানান দেয় আশপাশেই রয়েছে দেশী-বিদেশী পর্যটকদের পছন্দের এই খাবার।
কুয়াশা কেটে গেলেই দেখা মেলে গঙ্গামতির পাড় ধরে ভ্রমনপিপাসুদের মিছিল। বয়সের বাধা পেড়িয়ে সমুদ্র স্নানেই আনন্দ যেন সবার। কারো সমুদ্র দেখার স্বাদ মেটে পরিবার নিয়ে, কারো আবার প্রিয়জন নিয়ে। কারো আবার জল পেড়িয়ে দিগন্ত ছোঁয়ার স্বাদ জাগে সমুদ্রের পাড়ে আয়েশ করে বাদাম খেতে খেতে। নোনা বালির এই তীরে বেড়াতে এসে অসম্ভব সুন্দর এই মুহূর্তগুলো ধারণ করে রাখেন পর্যটকেরা।
ঝাউ, ছইলা, কেওড়া ও গরানের মতো গাছের সমাহার দেখতে অনেক পর্যটক যান জিরো পয়েন্ট থেকে পাঁচ কিলোমিটার পশ্চিমে লেবুর বনে। বন্যপ্রানী দেখতে অনেকেই যান টেংরাগিরি বন্যপ্রাণী অভয়ারন্য তথা ফাতরার বনে। আর লাল কাঁকড়া ও অসংখ্য প্রজাতির পরিযায়ী পাখি দেখতে সৈকত ছেড়ে যেতে হবে ১৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভিক্টরি আইল্যান্ড খ্যাত চর বিজয়ে।
পৌষে সন্ধ্যা নামার সাথে সাথেই যেন বদলে যায় কুয়াকাটার রূপ। দিনে যা কেবলই পানির রাজ্য, রাতে হয়ে উঠে তা উৎসবমুখর পরিবেশ। চাঁদের আলোর সাথে আধুনিকতার আলো মিশে বাড়তি মাত্রা যোগ করে হয়ে ওঠে জ্বলজ্বলে ও নান্দনিক সৈকত। একদিকে ফিশ ফ্রাইয়ের দোকান, অন্যদিকে নানারকম পিঠাপুলি ও ফুচকা-চটপটির দোকানের ভিড়ে মুখরিত হয়ে ওঠে সাগরকন্যা।
কর্মব্যস্ত জীবনে ঘুরতে যাওয়ার সময় পেলে এবং প্রকৃতির বিস্ময়কর রূপ উপভোগ করতে চাইলে ভ্রমণ-পিপাসুরা ঘুরে আসতে পারেন পৌষের কুয়াকাটায়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা