পাথরঘাটায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
- পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা
- ০১ জানুয়ারি ২০২৫, ১৭:৩০
বরগুনার পাথরঘাটায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন শেষে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবদল নেতা নাসির উদ্দিন ওরফে কাটা নাসিরকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার কালমেঘা ইউনিয়নের ঘুটাবাছা এলাকায় এ ঘটনা ঘটে। নাসির পথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের শাহজাহানের ছেলে।
এ ঘটনায় প্রতক্ষ্যদর্শী আনছার মোল্লা জানান, দুপুর দেড়টার দিকে চিৎকার শুনে বাড়ি থেকে রাস্তায় বের হয়ে দেখি নাসিরকে কুপিয়ে কয়েকজন পালিয়ে যাচ্ছে। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, অন্তত ৮ থেকে ১০ জন লোক ছিল। কুপিয়ে বাকিরা পালিয়ে গেলেও দু’জনকে চিনতে পেরেছেন তিনি। তারা হলেন রাব্বি ও হাসান। এর মধ্যে রাব্বি ছাত্রলীগের কর্মী বলে জানান তিনি।
এর আগে বুধবার সকালে পূর্বশত্রুতার জের ধরে পাথরঘাটা নতুন বাজার ব্রিজের উত্তর পাড়ে খাদ্য গুদামের সামনে কথা কাটাকাটির একপর্যায়ে নাসির মোটরসাইকেলচালক হাসানকে থাপ্পড় মারেন। ওই ঘটনার জের ধরেই নাসিরকে কুপিয়ে হত্যা করেছে বলে ধারণা স্থানীয়দের।
পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাফেজ আলমগীর বলেন, নাসির হাসানকে চড়-থাপ্পড় মারলে আমরা স্থানীয়ভাবে মীমাংসা করে দেই।
কর্তব্যরত চিকিৎসক শাহাদাত হোসেন বলেন, শরীরের বিভিন্ন জায়গায় কোপের চিহ্ন রয়েছে এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে। হাসপাতালে আসার আগেই মৃত্যু হয় নাসিরের।
পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মো: ফারুক বলেন, আমরা যতদূর জানতে পেরেছি ব্যক্তিগত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।
পাথরঘাটা থানা ওসি মো: মেহেদী হাসান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য বরগুনায় পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে কী কারণে হত্যাকাণ্ড ঘটেছে তা এখন পর্যন্ত জানা যায়নি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা