ভোলায় শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ
- সাহাদাত শাহিন, ভোলা
- ০১ জানুয়ারি ২০২৫, ১৬:৪৮
ভোলায় উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে নতুন বই বিতরণ করা হয়েছে। ভোলার জেলা প্রশাসক মো: আজাদ জাহান শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
বুধবার (১ জানুয়ারি) ভোলা সরকারি বালিকা বিদ্যালয়ে এ বই বিতরণ করা হয়।
এ সময় বছরের প্রথম দিনই নতুন বই পেয়ে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা। প্রাথমিক পর্যায়ের দু’লাখ ৩৭ হাজার শিক্ষার্থীর মাঝে সাত লাখ এক হাজার ৬৩৪ পিস বই বিতরণ করা হয়।
জেলার মোট এক হাজার ৪৭টি প্রাথমিক ও ৩৭১টি বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে। জেলায় মোট বইয়ের চাহিদা ১১ লাখ ৯০ হাজার ২৬৭টি। যার মধ্যে ৫৯ ভাগ বই বরাদ্দ এসেছে বলে জানান জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম।
তিনি বলেন, আগামী দু’সপ্তাহের মধ্যে সকল শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছে দেয়া হবে।
ভোলা জেলা প্রশাসক আজাদ জাহান বলেন, ‘বই পেয়ে শিক্ষার্থীরা অনেক খুশি। শিক্ষকরা আন্তরিকভাবে শিক্ষার্থীদের পাঠদান করাবেন।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার খন্দকার ফজলে গোফরান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল, ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম সানী।
এর আগে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বই বিতরণের উদ্বোধন করে জেলা প্রশাসক। মাধ্যমিক পর্যায়ে মোট শিক্ষার্থীর সংখ্যা চার লাখ ২৫ হাজার ২৫২ জন। এখানে বরাদ্দ এসেছে প্রায় ৩০ হাজার বই।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা