ইমাম-মুয়াজ্জিনদের বেতন কাঠামোর কাজ চলছে : ধর্ম উপদেষ্টা
- বরিশাল ব্যুরো
- ৩১ ডিসেম্বর ২০২৪, ১৯:৫৩
ইমাম-মুয়াজ্জিনদের বেতন কাঠামোর কাজ চলছে মন্তব্য করে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘বেতন বৈষম্য দূর করতে ২০১৫ সালের পে-স্কেলের আদলে এই বেতন কাঠামো তৈরি করা হবে। সমস্ত কার্যক্রম শেষে পরবর্তীতে গেজেট আকারে প্রকাশ করা হবে।’
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বরিশাল ইমাম প্রশিক্ষণ একাডেমিতে প্রশিক্ষণরত ইমাম-মুয়াজ্জিনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘ইসলামিক ফাউন্ডেশন দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছিল। ইতোমধ্যে দুর্নীতি রোধে ধর্ম মন্ত্রণালয় বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে।’
তিনি আরো বলেন, ‘রাষ্ট্রীয় খরচে কেউ যেন পবিত্র হজ পালন করতে না পারেন সে বিষয়েও সরকার পদক্ষেপ নিয়েছে। এছাড়া ধর্ম মন্ত্রণালয়কে আরো বেশি গতিশীল ও প্রাণবন্ত করার চেষ্টা অব্যাহত আছে বলে জানান তিনি।’
এ সময় মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর মাওলানা সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি, মাওলানা শাহ মো: নেছারুল হক ও অতিরিক্ত পুলিশ সুপার মো: সাহিদুর রহমান বক্তব্য দেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা