লুটপাট বন্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ধর্ম উপদেষ্টার
- ঝালকাঠি প্রতিনিধি
- ৩১ ডিসেম্বর ২০২৪, ১৩:৫১
এ দেশে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, তারা যেন লুটপাট করে শেষ করে দিতে না পারে এ ব্যাপারে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম খালিদ হোসেন।
তিনি বলেন, ‘এটা আমাদের সবার দেশ। এটা কারো জমিদারি নয়। এ দেশে কোনো দলকে ইজারা দেয়া হয়নি। পাঁচ বছর পরপর ভোট হবে। জনগণ যাকে পছন্দ করবে, তাকেই ভোট দিবে। ছলেবলে কৌশলে ক্ষমতার চেয়ার আটকে ধরে গণতান্ত্রিক সংস্কৃতিকে গলাটিপে হত্যা করা কোনো দেশ প্রেমিকের কাজ হতে পারে না।’
মঙ্গলবার সকালে ঝালকাঠির নেছারাবাদ কামিল মাদরাসা মিলনায়তনে গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঝালকাঠির নেছারাবাদ কামিল মাদ্রাসা কর্তৃপক্ষ এ আলোচনা সভার আয়োজন করে বলে জানা গেছে।
ধর্ম উপদেষ্টা বলেন, ‘আমরা হজ প্যাকেজের টাকা কমিয়েছি। আমরা আগামী সপ্তাহে হজমন্ত্রীর দাওয়াতে সৌদি আরব গিয়ে চুক্তি করবো। পাশাপাশি আমরা যাকাত বোর্ড গঠন করেছি। এ বছর ১২ কোটি টাকা এবং আগামী বছর ২৫ কোটি টাকা গরিব মানুষের মাঝে বণ্টন করবো।’
ঝালকাঠির জেলা প্রশাসক মো: আশরাফুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার উজ্জল কুমার রায়, আমিরুল মুসলিহীন মাওলানা খলিলুর রহমান নেছারাবাদী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক ড. শহিদুল হক ও ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর মাওলানা শাহ মোহাম্মদ নেছারুল হক।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা