নাজিরপুরে আন্তর্জাতিক কেরাত সম্মেলন অনুষ্ঠিত
- নাজিরপুর (পিরোজপুর) সংবাদদাতা
- ২৯ ডিসেম্বর ২০২৪, ১৮:১৩
পিরোজপুরের নাজিরপুরে প্রথম বার্ষিক আন্তর্জাতিক কেরাত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ ডিসেম্বর) বেলা ২টায় নাজিরপুর স্টেডিয়াম মাঠে মাহাদুত তাহফিজ ইন্টারন্যাশনাল অ্যারাবিক মডেল মাদরাসা ও স্থানীয়দের উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান করা হয়।
জামিয়া আরাবিয়া সাতকাছেমিয়া মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা মুস্তাফীজুর রহমানের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ নিয়াদ হাসান ফুয়াদের পরিচালনায় এ কেরাত সম্মেলনে তেলাওয়াত করেন, মিশর আল-আজাহার বিশ্ববিদ্যালয়ের স্কলার এবং আফ্রিকার দেশ তানজেনিয়ার শায়েখ ক্বারী ঈদী-সাবান, বিশেষ অতিথি ছিলেন কুয়েত, ইরান এবং ভারত ক্বেরাত প্রতিযোগিতা ২৪-এর চ্যাম্পিয়ন আবুজার গেফারি, মিশর আল-আজাহার বিশ্ববিদ্যালয় থেকে আগত ক্বারী আব্বাস আল-আজাহার ও দেশ টিভির ভাষ্যকার ও ধর্মীয় আলোচক হাফেজ ক্বারী নেছার উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাজিরপুর উপজেলা আমির মাওলানা আব্দুর রাজ্জাক, সেক্রেটারি কাজী মোসলেহ উদ্দিন, মাওলানা রুহুল আমীন, মাওলানা ফেরদাউসুর রহমান, শায়েখ হাফিজুর রহমান, হাফেজ হাবিবুল্লহ্ বেলালী, মুফতি আবুল বাশার, মাস্টার খালেকুজ্জামান প্রমুখ।
ক্বেরাত সম্মেলনে ইসলামী সঙ্গীত পরিবেশনায় ছিলেন আল-মোমতাজ, নির্ভীক, নবতরঙ্গ শিল্পীগোষ্ঠীর শিল্পীরা। এ ছাড়াও উর্দু নাশিদ পরিবেশন করেন মো: তবিবুর রহমান।