সমাজসেবক আব্বাস মিয়ার তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ
- নয়া দিগন্ত অনলাইন
- ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪:১৫
আজ ২৯ ডিসেম্বর। দৈনিক নয়া দিগন্ত অনলাইনের সহ-সম্পাদক মো: এনামুল হক এনা’র বাবা সমাজসেবক আব্বাস মিয়ার তৃতীয় মৃত্যুবার্ষিকী। পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের নুরাইনপাশা গ্রামের মরহুম মূসা মিয়ার ছোট ছেলে ব্যবসায়ী মো: আব্বাস মিয়া (৫৫)।
তিনি ২০২১ সালের এদিন করোনায় আক্রান্ত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম আব্বাস মিয়া করোনাকালীন সংকটে অসংখ্য অসহায় মানুষদের কয়েক দফায় খাদ্যসামগ্রী সহায়তা করেছিলেন। এছাড়া তিনি রমজান মাসে অসহায় পরিবারের মাঝে ইফতারসামগ্রী ও ঈদুল ফিতরে ঈদসামগ্রী বিতরণ করেছেন।
বাউফলের কনকদিয়া ইউনিয়নের নুরাইনপাশা গ্রামের সেবামূলক ও অমুনাফামুখী প্রতিষ্ঠান ‘আব্বাস মিয়া মেমোরিয়াল ট্রাস্ট’- এর স্বপ্নদ্রষ্টা ছিলেন মরহুম আব্বাস মিয়া। এই প্রতিষ্ঠানের নানান সমাজসেবামূলক কর্মকাণ্ড চলমান রয়েছে।
মহান ও মানবিক হৃদয় বিশিষ্ট ব্যক্তিত্ব মরহুম আব্বাস মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে নুরাইনপাশা ‘মিয়া বাড়ি জামে মসজিদে’ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তার মৃত্যুবার্ষিকীতে সবার নিকট বিশেষ দোয়া চেয়েছেন আব্বাস মিয়ার পরিবারের সদস্যরা।
বিজ্ঞপ্তি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা