তালতলীতে বিদ্যালয়ের দেয়ালে জয়বাংলা স্লোগান, ক্ষোভ
- তালতলী (বরগুনা) সংবাদদাতা
- ২৮ ডিসেম্বর ২০২৪, ১৬:২৬
বরগুনার তালতলীতে একটি বিদ্যালয়ের দেয়ালে জয়বাংলা স্লোগান লিখেছে আওয়ামীপন্থীরা। এতে ক্ষুব্ধ হয়েছে এলাকাবাসী।
শনিবার (২৮ ডিসেম্বার) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার তালতলী সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন স্থাপনায় জয়বাংলা স্লোগানটি লেখা দেখতে পান স্থানীয়রা।
এ ঘটনায় আওয়ামীপন্থী প্রধান শিক্ষক পরিমল চন্দ্র সরকার ও সহকারী শিক্ষক সাবেক ছাত্রলীগ নেতা রুবেল মাস্টারের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল করেন স্থানীয়রা।
এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রধান শিক্ষক পরিমল চন্দ্র সরকার ও সহকারি শিক্ষক রুবেলকে অপসারণের দাবিতে শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল ও যুবদল।
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম মামুন বলেন, জিয়া স্মৃতি টি-২০ খেলা যাতে না হয় সেজন্য এ কাজটি করিয়েছে আওয়ামীপন্থী প্রধান শিক্ষক পরিমল ও সাবেক ছাত্রলীগ নেতা রুবেল।
অভিযুক্ত শিক্ষক জিয়াউল হক রুবেল বলেন, স্কুল বন্ধ থাকায় কিছুদিন আগেই আমি শশুরবাড়ী কলাপাড়া শহরে বেড়াতে আসছি। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা আমি জানি না।
এ বিষয় প্রধান শিক্ষক পরিমল সরকার বলেন, ‘বিষয়টি আমি দেখেছি। তবে এ বিষয়ে আমি দোষী নই। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সে ব্যবস্থা নিচ্ছি।’
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে সালমা বলেন, ‘জয়বাংলা লেখার বিষয়টি আমি অবহিত হয়ে দোষীদের খুঁজে বের করে আইনগত ব্যাবস্থা নেয়া হচ্ছে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা