‘বাংলাদেশে ভারতের সন্ত্রাসী তৎপরতা বরদাশত করা হবে না’
- পটুয়াখালী প্রতিনিধি
- ২৭ ডিসেম্বর ২০২৪, ১৫:৫৪
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল অব. আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, বাংলাদেশের ভূখণ্ডে ভারতের কোনো প্রকার সন্ত্রাসী তৎপরতা বরদাশত করা হবে না।
আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টায় পটুয়াখালী সুরাইয়া ভিলায় জেলা বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আলতাফ হোসেন চৌধুরী বলেন, ‘ভারতের অখণ্ড ভারত রাষ্ট্র করার স্বপ্ন দুঃস্বপ্নই থেকে যাবে। এ স্বপ্ন কখনো বাস্তবে রূপ নেবে না।’
স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে খণ্ড খণ্ড করার দুঃসাহস দেখিয়ে দুই দেশের মধ্যে দূরত্ব না বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা ভারতের সাথে সম-মর্যাদার ভিত্তিতে বন্ধুত্ব চাই।’
তিনি আরো বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনের মুখে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেলেও পলাতক শেখ হাসিনা ও তার প্রেতাত্মারা ভারতে বসে ষড়যন্ত্র করছে। বাংলাদেশ নিয়ে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। বিভ্রান্তি সৃষ্টি করে দেশকে বিপদে ফেলার চেষ্টা চলছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে। ভারত সবসময় আওয়ামী লীগ, শেখ মুজিব, শেখ হাসিনার বাইরে কখনো অন্য কোনো চিন্তা করতে পারে না। ভারত বিগত ৫৩ বছরে মুক্তিযুদ্ধের সময় থেকে আজ পর্যন্ত আমাদের বন্ধুত্ব, আমাদের কৃতজ্ঞতাকে তারা তাদের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করেছে।’
আলতাফ হোসেন চৌধুরী বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের ১৬ বছরের নির্যাতন-নিপিড়ন সয়ে ও জীবন দিয়ে আমাদের নেতাকর্মী ও সাধারণ মানুষ আন্দোলন সফল করেছে। এই গণঅভ্যুত্থানের অন্যতম দিক হচ্ছে একটি নির্বাচিত সরকার। সুতরাং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে সংকট কাটাতে হবে।
সংবাদ সম্মেলনে আরো ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপির সাবেক সহ সভাপতি মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না মিয়া, সাবেক সহ-সভাপতি অধ্যাপক লায়লা ইয়াসমিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ টি এম মোজাম্মেল হোসেন তপন, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মহসিন উদ্দিন, জেলা বিএনপির সাবেক দফতর সম্পাদক অধ্যাপক গোলাম রহমান, জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক জেসমিন জাফর, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান প্রমুখ।