২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সড়কের পাশে নবজাতকের কান্না, উদ্ধার করলেন পথচারী

উদ্ধার হওয়া নবজাতক - ছবি : নয়া দিগন্ত

বরগুনার বামনা উপজেলার চলাভাঙ্গা দাখিল মাদরাসার সামনে সড়কের পাশ থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। এ সময় শিশুটিকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ৮টার দিকে ওই নবজাতককে মামুন (৪০) নামে এক ব্যক্তি উদ্ধার করে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের চলাভাঙ্গা দাখিল মাদরাসার সামনে রাস্তার পাশে আবর্জনাযুক্ত স্থানে একটি শিশুর কান্নার শব্দ শোনা যাচ্ছিল।

এ সময় কান্না শুনে গুদিঘাটা গ্রামের মামুন নামের এক ব্যক্তি এগিয়ে গিয়ে এক নবজাতককে দেখতে পান। তিনি নবজাতককে উদ্ধার করে ডৌয়াতলা হাসপাতালে নিয়ে যান।


আরো সংবাদ



premium cement