গৌরনদীতে ২ মাদককারবারি গ্রেফতার
- গৌরনদী (বরিশাল) সংবাদদাতা
- ২৪ ডিসেম্বর ২০২৪, ১৩:২৬
বরিশালের গৌরনদীতে দু’মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
বরিশালের গৌরনদী উপজেলার মৈস্তারকান্দি গ্রামে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দু’মাদককারবারিকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইউনুস মিয়া জানান, সোমবার দিবাগত রাতে মৈস্তারকান্দি গ্রামের শাহিন মাঝির বাড়িতে সেনাবাহিনী ও থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক সম্রাট শাহিন মাঝির কাছ থেকে ৩৮০ পিস ইয়াবা ও এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতার শাহিন ওই গ্রামের সিরাজ মাঝির ছেলে। একই অভিযানে ওই গ্রামের সুবল মন্ডলের ছেলে সুভাষ মন্ডলকে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে।
এ ঘটনায় পুলিশ বাদি হয়ে থানায় মামলা করেছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা