২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আ’লীগ নেতাদের নিয়ে ’জাগোনারীর’ সমাবেশ, আমন্ত্রণে নেই বিএনপি-জামায়াত

- ছবি : নয়া দিগন্ত

বরগুনার তালতলীতে আওয়ামী লীগ নেতাদের নিয়ে সমাবেশের আয়োজন করেন বেসরকারি সংগঠন ’সমুদ্র সমাজ’-এর সমাবেশ করেছেন এনজিও সংস্থা জাগোনারীর রাইটটু গ্রো প্রকল্প।

অনুষ্ঠানে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের নেতা-কর্মীরা আমন্ত্রণ পাননি। এ ঘটনায় বিএনপি ও জামায়াতের নেতাদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) তালতলী কারিতাস অফিস মাঠে সমূদ্র সমাজের সহ-সভাপতি মাসুমা আক্তারের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি ছিলেন তালতলী উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা।

অনুষ্ঠানে এতে উপজেলা নির্বাহী অফিসার, তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি), আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানরা উপস্থিত থাকলেও এ সময় সমাবেশ মঞ্চে বিএনপি, জামায়াতের কোনো নেতাদের দেখা যায়নি।

তালতলী উপজেলা বিএনপির আহ্বায়ক শহীদুল হক জানান, ‘এটা আওয়ামী লীগের সংগঠন। ওরা আওয়ামী লীগকে প্রাধান্য দেয়, বিএনপির কাউকে দাওয়াত দেয়নি। আওয়ামী লীগের সংগঠন তাই বিএনপিকে দাওয়াত দিবে না।’

এ বিষয়ে যুগ্ম আহ্বায়ক মাহাবুবুল আলম মামুন বলেন, ‘আমরা কেউ দাওয়াত পাইনি। আমরা এ সমাবেশের বিষয়ে জানি না।’

রাইট টু গ্রো প্রকল্পের (জাগোনারী) কো-অর্ডিনেটর মনিরুজ্জামান বলেন, ‘ওখানে আওয়ামী লীগ বিএনপির কাউকে দাওয়াত দেয়া হয় নাই, আপনি অওয়ামীলীগ বিএনপি টানেন কেন? ২০২১ সালে এ প্রোজেক্টটি শুরু করা হয়েছে, তখন থেকে যারা সামাজিক ও স্বেচ্ছাসেবকমূলক কাজ করতে চায় তাদেরকেই মূলত সিলেক্ট করা হয়েছে।’

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে সালমা বলেন, ‘আমাকে সমুদ্র সমাজের নাসির সাহেব দাওয়াত দেন। বলেছি, বিতর্কিত কিছু থাকলে সেখানে আমি যাব না। তিনি আমাকে নিশ্চিত করেন, বিএনপি আহ্বায়ক শহিদুল হক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুন সাহেব তাদের সাথে কথা বলে নিশ্চিত করেছেন যে, এতে কোনো সমস্যা হবে না। তারা যাদের নিয়ে কাজ করেন ওই ইউনিয়নের চেয়ারম্যারা শুধু থাকতে পারেন। তারা বলেছেন, কোনো সমস্যা হবে না এ প্রেক্ষিতে ওই অনুষ্ঠানে আমি গিয়েছি।’


আরো সংবাদ



premium cement