২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সড়ক দুর্ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক নিহত

- ছবি : নয়া দিগন্ত

পিরোজপুরের কাউখালীতে সড়ক দুর্ঘটনায় মো: আব্দুল জলিল (৫৫) নামে এক প্রধান শিক্ষক নিহত হয়েছেন। এ সময় তার ছেলে শাহরিয়া নাফিসও আহত হয়েছেন।

রোববার (২২ ‍ডিসেম্বর) দুপুরের দিকে কাউখালী থেকে মোটরসাইকেলযোগে কুয়াকাটা যাবার পথে বরিশাল কুয়াকাটা সড়কের আমতলী এলাকায় এ ঘটনা ঘটে।

আব্দুস জলিলের বাড়ি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায়। তার স্ত্রী, দু’মেয়ে ও এক ছেলে আছে বলে জানা গেছে।

এ ঘটনায় আব্দুল জলিল গুরুতর আহত হলে এলাকাবাসী তাকে উদ্ধার করে বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিক্ষকের ছেলে শাহরিয়া নাফিজ বলেন, মোটরসাইকেলে বাবাকে নিয়ে কুয়াকাটা যাবার পথে আমতলী নামক এলাকায় বিপরীতমুখী একটি টমটম তাদের মোটরসাইকেল ধাক্কা দিলে তার বাবার মাথায় গুরুতর জখম হয়।

কাউখালী কেজি ইউনিয়ন সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সহকারী শিক্ষক রাজু তালুকদার আব্দুল জলিলের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।


আরো সংবাদ



premium cement