দুমকিতে জানাজা শেষে লাশ আটকালো পাওনাদার!
- দুমকি (পটুয়াখালী) সংবাদদাতা
- ২১ ডিসেম্বর ২০২৪, ১৪:২৬
পটুয়াখালীর দুমকিতে জানাজা শেষে লাশ আটকানোর ঘটনা ঘটায় পাওনাদাররা।
শনিবার (২১ ডিসেম্বর) উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
জানা যায়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ডেপুটি রেজিস্ট্রার ও জলিশা বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম খানের মৃত্যুর পরে জানাজা নামাজ শেষে লাশ আটকে দেয় পাওনাদাররা।
দু'ঘণ্টা লাশ অবরুদ্ধ থাকার পরে স্থানীয়দের উপস্থিতিতে সমস্যা সমাধানের প্রতিশ্রুতিতে হাকিম খানের লাশ দাফন করা হয়।
স্থানীয়রা বলছে, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাবেক ডেপুটি রেজিস্ট্রার ও মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম খান উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের জলিশা গ্রামে ২০১৫ সালে একটি বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। সেখানে ৬৭ জন শিক্ষক, কর্মচারী নিয়োগ দেন। ওই সময় প্রতিষ্ঠান সরকারি হবে বলে সব স্টাফদের কাছ থেকে তিন থেকে সাত লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নেন তিনি। পর্যায়ক্রমে বছরের পর বছর পার হলেও সরকারিকরণ হয়নি প্রতিষ্ঠানটি।
প্রায় ৯ বছর বিনাবেতনে প্রতিষ্ঠানে সেবা দিয়ে এসেছেন শিক্ষক ও কর্মচারীরা। বেশ কিছুদিন অসুস্থ থাকার পরে গতকাল সন্ধ্যার পরে দুমকিতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন হাকিম খান। পরদিন সকাল ১০টায় পবিপ্রবি'র মাঠে জানাজা শেষে লাশ দাফন করতে গেলে বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের স্টাফরা লাশ অবরুদ্ধ করে রাখেন। তাদের দাবি, টাকা না দেয়া পর্যন্ত লাশ দাফন করতে দেয়া হবে না।
পরে দু’ঘণ্টা লাশ অবরুদ্ধ থাকার পরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: সাইফুল ইসলাম উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী অফিসারকে নিয়ে দ্রুত সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিলে লাশ দাফনের জন্য ছেড়ে দেয়া হয়।
দুমকি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: শাহীন মাহমুদ বলেন, ‘আমি জানাজা নামাজ শেষে চলে আসলে এই ঘটনাটি ঘটে। তবে সমস্যা সমাধান করার চেষ্টা চলছে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা