১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১, ১৬ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আমতলীতে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ

খাবারের লোভ দেখিলে নয় বছরের প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে - ছবি : নয়া দিগন্ত

বরগুনার আমতলীতে খাবারের লোভ দেখিলে নয় বছরের প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার খাকদান গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার খাকদান গ্রামের নয় বছরের প্রতিবন্ধী শিশু দোকানে যাচ্ছিল। পথিমধ্যে মুজা মৃধার ছেলে সিদ্দিক মৃধা (৪০) খাবার কিনে দেয়ার লোভ দেখিলে তার বাড়ির পাশের জঙ্গলে নিয়ে যান। পরে সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে বলে পরিবারের সদস্যরা অভিযোগ করেন। তাৎক্ষণিক পরিবারের সদস্যরা শিশুটিকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ওই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মনিরুজ্জামান প্রাথমিক চিকিৎসা শেষে শিশুটিকে বরগুনা জেনারেল হাসপাতালে পাঠান।

শিশুটির মা অভিযোগ করে বলেন, ‘আমার প্রতিবন্ধী মেয়ে খাবার কিনতে দোকানে যাচ্ছিল। পথিমধ্যে সিদ্দিক মৃধা আমার মেয়েকে খাবারের লোভ দেখিয়ে জঙ্গলে নিয়ে ধর্ষণ করেছেন। আমি এ ঘটনার বিচার চাই।’

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মনিরুজ্জামান খাঁন বলেন, ‘প্রতিবন্ধী শিশুটির উরুতে রক্ত লেগে ছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’

আমতলী থানার ওসি মো: আরিফুল ইসলাম আরিফ বলেন, ‘পুলিশের সহযোগিতায় শিশুটিকে বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।’


আরো সংবাদ



premium cement