১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১, ১৫ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গলাচিপায় ২৬টি কচ্ছপসহ নারী আটক

গলাচিপায় ২৬টি কচ্ছপসহ নারী আটক - নয়া দিগন্ত

পটুয়াখালীর গলাচিপায় ২৬টি কচ্ছপসহ তাপসী রানী (৪৫) নামে এক নারীকে আটক করেছে বনবিভাগ।

বুধবার (১৮ ডিসেম্বর) সকালে পটুয়াখালী-গলাচিপা সড়কের সুহরী ব্রিজ-সংলগ্ন এলাকায় মোটরসাইকেলে যাওয়ার সময় তাকে আটক করা হয়।

আটক তাপসী রানী রাঙ্গাবালী উপজেলার বাহেরচর গ্রামের সবুজ দাসের স্ত্রী।

জানা গেছে, বন্যপ্রাণী সংরক্ষণ আইন-২০১২ অনুযায়ী তাকে এক বছরের কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: নাছিম রেজা।

বনবিভাগ জানায়, দীর্ঘদিন ধরে তাপসী রানী কচ্ছপ পাচার চক্রের সাথে জড়িত। তিনি বুধবার সকালে ২৬টি কচ্ছপ নিয়ে খুলনা যাচ্ছিলেন। উদ্ধার হওয়া কচ্ছপগুলোর মধ্যে নয়টি সন্ধি ও ১৭টি ধুর প্রজাতির। অভিযান পরিচালনা করেন বনবিভাগের বোটম্যান মো: নাঈম হোসেন খান।

গলাচিপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: নাছিম রেজা বলেন, এই ধরনের পাচার রোধে অভিযান অব্যাহত থাকবে। উদ্ধার হওয়া কচ্ছপগুলোকে রামনাবাদ নদীতে ছেড়ে দেয়া হবে।


আরো সংবাদ



premium cement