মুলাদীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
- ভূঁইয়া কামাল, মুলাদী (বরিশাল)
- ১৬ ডিসেম্বর ২০২৪, ১২:৩৯, আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩:২৯
বরিশালের মুলাদীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন হয়েছে।
সোমবার সকাল ৭টায় পাতারচর বধ্যভূমিতে ফুল দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
এ সময় মুলাদী উপজেলা প্রশাসন, মুলাদী থানা প্রশাসন, মুলাদী উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি, সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ উপজেলা সহকারী কমিশনার ভূমি পরাগ সাহা, মুলাদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: সাইয়েদুর রহমান, মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জহিরুল ইসলাম, থানা তদন্ত কর্মকর্তা মো: মমিন, উপজেলা প্রকৌশলী তানজিলুর রহমান, মুলাদী সরকারি কলেজের অধ্যক্ষ মো: দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক শরিয়তুল্লাহ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও হোসনাবাদ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবিদুর রহমান হুমায়ুন, মুলাদী উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি ডা: মাওলানা মোরশেদ আলম, মুলাদী পৌরসভা বিএনপির আহ্বায়ক এনামুল হক ইনু, পৌরসভা যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম ঢালী, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: রেজাউল করিম, মুলাদী পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম মহসিন কবির, মহিলাবিষয়ক কর্মকর্তা শাহরিন আফরোজ, উপজেলা মৎস কর্মকর্তা মো: বাসার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হারুন অর রশিদ, পৌরসভার সচিব শফিউল আলম, মুলাদী প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো: নজিবুর রহমান ভূঁইয়া কামাল, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান মোল্লা, মুলাদী রিপোর্টার্স ইউনিটের সাংগঠনিক সম্পাদক রাসেল মল্লিক, মো: সাজেন মাহমুদ প্লাবন, উপজেলা ছাত্রদলের সভাপতি মো: মহিউদ্দিন ঢালী প্রমুখ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
উল্লেখ্য, মহান বিজয় দিবস উপলক্ষ্যে দিনব্যাপী কলেজ মাঠে মেলার আয়োজন করা হয়েছে। মেলায় শীতকালীন পিঠা, বিভিন্ন ধরনের শাড়ী, কাঠের তৈরী খেলনাসহ মুলাদী সরকারি কলেজ যুব ব্লাড ডোনার ক্লাবের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা