মুলাদীতে মহান বিজয় দিবস পালিত
- ভূঁইয়া কামাল, মুলাদী (বরিশাল)
- ১৬ ডিসেম্বর ২০২৪, ১২:৩৯, আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৪, ১৬:৫৮
বরিশালের মুলাদীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
সোমবার সকাল ৭টায় পাতারচর বধ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে বিজয় দিবসের অনুষ্ঠান শুরু হয়।
এ সময় মুলাদী উপজেলা প্রশাসন, মুলাদী থানা প্রশাসন, মুলাদী উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি, সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ উপজেলা সহকারী কমিশনার ভূমি পরাগ সাহা, মুলাদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: সাইয়েদুর রহমান, মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জহিরুল ইসলাম, থানা তদন্ত কর্মকর্তা মো: মমিন, উপজেলা প্রকৌশলী তানজিলুর রহমান, মুলাদী সরকারি কলেজের অধ্যক্ষ মো: দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক শরিয়তুল্লাহ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও হোসনাবাদ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবিদুর রহমান হুমায়ুন, মুলাদী উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি ডা: মাওলানা মোরশেদ আলম, মুলাদী পৌরসভা বিএনপির আহ্বায়ক এনামুল হক ইনু, পৌরসভা যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম ঢালী, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: রেজাউল করিম, মুলাদী পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম মহসিন কবির, মহিলাবিষয়ক কর্মকর্তা শাহরিন আফরোজ, উপজেলা মৎস কর্মকর্তা মো: বাসার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হারুন অর রশিদ, পৌরসভার সচিব শফিউল আলম, মুলাদী প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো: নজিবুর রহমান ভূঁইয়া কামাল, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান মোল্লা, মুলাদী রিপোর্টার্স ইউনিটের সাংগঠনিক সম্পাদক রাসেল মল্লিক, মো: সাজেন মাহমুদ প্লাবন, উপজেলা ছাত্রদলের সভাপতি মো: মহিউদ্দিন ঢালী প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মহান বিজয় দিবস উপলক্ষ্যে দিনব্যাপী কলেজ মাঠে মেলার আয়োজন করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা