১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মহিপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

পটুয়াখালীর মহিপুরে সড়ক দুর্ঘটনা - ছবি : নয়া দিগন্ত

পটুয়াখালীর মহিপুরে সড়ক দুর্ঘটনায় সাগর শিকদার অনু (২৭) নামের একজন নিহত হয়েছেন।

শনিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কের মুক্তিযোদ্ধা কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাগর মনোহরপুর গ্রামের জয়দেব সিকদারের ছেলে। তিনি বেসরকারী উন্নয়ন সংস্থা গুড নেইবার্সের অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৬টার দিকে কর্মস্থল থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি মনোহরপুরে ফিরছিলেন সাগর। এ সময় ঢাকা থেকে আসা কুয়াকাটাগামী গ্রীন লাইন পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’


আরো সংবাদ



premium cement