১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

তীব্র শীতে কাবু দক্ষিণাঞ্চলের সাধারণ মানুষ

- ছবি : নয়া দিগন্ত

পটুয়াখালীর কুয়াকাটাসহ উপকূলীয় অঞ্চলে ঘন কুয়াশার সাথে বইছে উত্তরের হিম বাতাস। তীব্র শীতে কাবু হয়ে পড়েছে দক্ষিণাঞ্চলের সাধারণ মানুষ। ঘন কুয়াশায় ঘনত্বে বেলা বাড়লেও দেখা মিলছে না সূর্যের। দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন।

শুক্রবার সকাল ৯টা কুয়াকাটা-কলাপাড়ায় এ মৌসুমের সর্বনিম্ন ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করছে খেপুপাড়া আবহাওয়া অফিস। তীব্র ঠান্ডায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। ভয়াবহ বিপাকে পড়েছেন গভীর সাগরে অবস্থানরত মাছ শিকারে যাওয়া জেলেরা। খড়কুটো জালিয়ে শীত নিবারণের চেষ্টা চালাচ্ছেন হতদরিদ্ররা।

কুয়াকাটার মম্বিপাড়া এলাকার দিনমজুর ইব্রাহিম বলেন, ‘শুক্রবার সকালে রাজমিস্ত্রির কাজে যাওয়ার কথা ছিল কিন্তু তীব্র শীতের কারণে বেলা ১১টার সময়ও যেতে পারিনি। এদিকে জেলার সকল হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডাজনিত শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা।


আরো সংবাদ



premium cement