বরগুনায় জেলা আ‘লীগ নেতা মন্টু গ্রেফতার
- বরগুনা প্রতিনিধি
- ১২ ডিসেম্বর ২০২৪, ২৩:৩২
বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেযারম্যান আব্বাস হোসেন মন্টু মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
বিষয়টি নয়া দিগন্তকে নিশ্চিত করেন বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান।
থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১১ ডিসেম্বর) রাতে বরগুনা সদর উপজেলার দু‘নম্বর গৌরীচন্না ইউনিয়নের রোডপাড়া এলাকার নিজ বাড়ি থেকে আব্বাস হোসেন মন্টু মোল্লাকে আটক করা হয়। তবে তাকে কোন মামলায় আটক করা হয়েছে তা এখনো জানায়নি পুলিশ।
এ বিষয়ে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, একটি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই আব্বাস হোসেন মন্টু মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠনোর পরে মামলার বিষয়ে জানানো হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা