১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কুয়াকাটায় সাবেক মেয়রের দুর্নীতির বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন

কুয়াকাটায় সাবেক মেয়রের দুর্নীতির বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন - ছবি : নয়া দিগন্ত

কুয়াকাটা পৌরসভার সাবেক মেয়র মো: আনোয়ার হাওলাদারের দুর্নীতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে কুয়াকাটা পৌর বিএনপি।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর ১১টায় কুয়াকাটা প্রেসক্লাবের হল রুমে সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো: মতিউর রহমান।

এ সময় তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার কথাও জানান তিনি।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‌‘অসহায় মানুষের সর্বস্ব কেড়ে নেয়া, কুয়াকাটায় লুটপাট, দখল ও সালিশ বাণিজ্য করতেন সাবেক মেয়র আনোয়ার। পৌরসভার ইজারার নামে ডিম, ডাব, গোশত, কাঁচা বাজার থেকে অর্থ আত্মসাৎ করতেন। এছাড়া তার বিরুদ্ধে উন্নয়নের নামে পছন্দের লোক দিয়ে টেন্ডার বাণিজ্যসহ নানা অনিয়মের অনুসন্ধান করে দুদক।’

এমনকি গত ৫ আগষ্ট ছাত্র-জনতার বিপ্লবের পূর্বে খুনিদের পক্ষে রাজপথে সশস্ত্র মহড়া দিয়েছেন বিগত সরকারের দোসর আনোয়ার। এছাড়া ছাত্র-জনতার পক্ষে ফেসবুকে স্টাটাস দেয়ায় সাধারণ জনগণকে মারধর, লুটপাট ও ভাঙচুর করেন। যার প্রমাণ সামাজিক যোগাযোগমাধ্যমে আছে।

নিজের অপকর্ম আড়াল করে বিএনপি নেতাদের নিয়ে ইন্টারনেটে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেন আনোয়ার। বর্তমানে তিনি তিসনি রাখাইন হত্যা মামলার আসামি।

এ বিষয় কুয়াকাটা পৌরসভার সাবেক মেয়র মো: আনোয়ার হাওলাদার বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এগুলো রাজনৈতিক চক্রান্ত। আমি কুয়াকাটা পৌরসভায় জনগণের ভোটে নির্বাচিত মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছি। আমি কোনোদিন কুয়াকাটার মাটি ও মানুষের সাথে অন্যায় করিনি।’


আরো সংবাদ



premium cement