১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কুয়াকাটায় ইয়াবাসহ মাদককারারি গ্রেফতার

কুয়াকাটায় ইয়াবাসহ মাদককারারিকে গ্রেফতার করা হয়েছে - ছবি : নয়া দিগন্ত

পটুয়াখালীর মহিপুরে অভিযান চালিয়ে ৯০০ পিস ইয়াবাসহ আল-আমিন খলিফা (৪০) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানা পুলিশ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতার আল-আমিন একই এলাকার আব্দুল খালেক খলিফার ছেলে এবং ওই এলাকার মাদককারবারি হিসেবে পরিচিত।

মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: তরিকুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আল-আমিন খলিফাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

তিনি বলেন, মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।


আরো সংবাদ



premium cement