০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ন ১৪৩১,
`

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে ইলেকট্রিশিয়ানের ঝুলন্ত লাশ উদ্ধার

সোহান মিয়া নামে এক ইলেকট্রিশিয়ানের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে - ছবি : নয়া দিগন্ত

পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে সোহান মিয়া (২০) নামে এক ইলেকট্রিশিয়ানের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) রাতে তাপবিদ্যুৎ কেন্দ্রের বাংলা সেড থেকে লাশটি উদ্ধার করা হয়।

সোহান মিয়া পাবনা জেলার সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের মধু মিয়ার ছেলে। তিনি পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে কাজ করতেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, ‘বাংলা সেড থেকে সোহান মিয়া নামের এক ইলেকট্রিশিয়ানের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল রিপোর্ট প্রস্তুতের কাজ চলছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।’


আরো সংবাদ



premium cement