০৯ ডিসেম্বর ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

বিএনপি অফিস ভাঙচুর, যুব মহিলা লীগের সভাপতি কারাগারে

বিএনপি অফিস ভাঙচুর, যুব মহিলা লীগের সভাপতি কারাগারে - ছবি : নয়া দিগন্ত

পিরোজপুরের ভান্ডারিয়া থেকে বিএনপি অফিস ভাঙচুরের মামলায় যুব মহিলা লীগের নেত্রী আসমা সুলতানা যুথীকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) রাতে উপজেলায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে জেলা গোয়েদা পুলিশ (ডিবি) ও সদর থানা পুলিশের যৌথ দল।

গ্রেফতার যুথী মো: আজাদ জোমাদ্দারের মেয়ে ও ভান্ডারিয়া যুব মহিলা লীগের সভাপতি।

পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সোবাহান জানান, ‘পিরোজপুরে ককটেল বিস্ফোরণ করে বিএনপির অফিস ভাঙচুর মামলায় তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।’

ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আহমেদ আনওয়ার জানান, ‘যুথীর বিরুদ্ধে ভান্ডারিয়া ও পিরোজপুর থানায় একাধিক মামলা রয়েছে।’


আরো সংবাদ



premium cement