নাজিরপুরে গাছ থেকে পড়ে একজনের মৃত্যু
- আল-আমিন হোসাইন, নাজিরপুর (পিরোজপুর)
- ০৪ ডিসেম্বর ২০২৪, ১৬:৩৯
পিরোজপুরের নাজিরপুরে চাঁপাগাছ থেকে পড়ে জুলফিকার আলী (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (৪ ডিসেম্বর) সকালে গাছ থেকে পড়ে গেলে ঘটনাস্থলে তিনি মারা যান। পরে মৃত অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হয়।
মৃত জুলফিকার আলী শেখ উপজেলার চৌঠইমহল গ্রামের মরহুম আব্দুল জলিল শেখের ছেলে বলে জানা গেছে।
জুলফিকারের স্বজনরা জানান, ‘সকালে গাছে থাকা ডালপালা কাটতে ওঠলে এ সময় গাছ থেকে তিনি পড়ে যান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নাজিরপুর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আরএমও উজ্জ্বল মণ্ডল জানান, মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছিল।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাহমুদ আল ফরিদ ভূইয়া বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের কথা অনুযায়ী লাশ দাপনের ব্যবস্থা করা হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা