০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ন ১৪৩১,
`

বরিশালে সড়ক দুর্ঘটনায় ক্রিকেটার নিহত

- ছবি : প্রতীকী

বরিশালে সড়ক দুর্ঘটনায় রুহি (১৩) নামে অনুর্ধ ১৪ ক্রিকেট দলের এক ক্রিকেটার নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর বান্দ রোডে এ দুর্ঘটনা ঘটে।

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহত রুহি বরিশাল নগরীর সাগরদী ব্রাঞ্চ রোডের মো: হাসানের ছেলে। তিনি নগরীর একটি বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে অধ্যয়নরত ছিল।

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, রুহি অনুর্ধ ১৪ ক্রিকেট দলের খেলোয়াড়। সে প্রতিদিনের মত স্টেডিয়ামে প্রাকটিস শেষে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল। তখন সড়কে একটি মালবাহী গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয় রুহির সাইকেল। এতে রুহি মাথায় আঘাতপ্রাপ্ত হয়। পরে তাকে উদ্ধার করে শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


আরো সংবাদ



premium cement