০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ন ১৪৩১,
`

ছাত্র আন্দোলনে নিহত বুলেটের লাশ উত্তোলন

- ছবি : নয়া দিগন্ত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ঝালকাঠির কাঠালিয়া উপজেলার রাকিবুল ইসলাম বুলেটের (২০) উত্তোলন করা হয়েছে।

মঙ্গলবার আদালতের নির্দেশে উপজেলার চেঁচরীরামপুর ইউনিয়নের মহিষকান্দি গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থান থেকে তার লাশ উত্তোলন করা হয়।

রাকিবুল ইসলাম বুলেট উপজেলার মহিষকান্দি গ্রামের দিনমজুর মো: জাহাঙ্গীর হোসেন হাওলাদারের ছেলে।

কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মং চেনলা বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৫ আগষ্ট দুপুরে ঢাকার চানখারপুল এলাকায় গুলিতে রাকিবুল ইসলাম বুলেট নিহত হয়। এ ঘটনায় তার বাবা গত ২৩ সেপ্টেম্বর ঢাকার চকবাজার মডেল থানায় একটি হত্যা মামলা করেন।

মামলার বাদী জাহাঙ্গীর হোসেন জানান, গত ৫ আগষ্ট ঢাকায় ছাত্র-জনতার আন্দোলনের সময় তার ছেলে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। বৈষম্যবিরোধী ছাত্রদের সহায়তায় বুলেটের লাশ বাড়িতে আনা হয়। রাতেই লাশ ময়নাতদন্ত ছাড়াই ঢাকা থেকে এনে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

ওসি জানান, ডিএমপির চকবাজার থানার মামলায় আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য তার লাশ উত্তোলন করা হয়েছে।


আরো সংবাদ



premium cement
খুলনায় দুর্বৃত্তের হামলায় আহত বিএনপি নেতার মৃত্যু সিরিয়ার সরকারকে যে বার্তা দিলেন এরদোগান এসপি বাবুল আক্তারের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই নাগরিকদের নিরাপত্তার বিষয়ে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপের প্রশংসা যুক্তরাষ্ট্রের বেনজীরের ক্যাশিয়ার জসিম গ্রেফতার দিল্লি জামে মসজিদ নিয়ে হিন্দুসেনার দাবি কক্সবাজার সৈকতে পরিত্যক্ত প্লাস্টিকের তৈরি রোবট দানব যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান গ্রেফতার সাভারে দাফন করা ব্যক্তিই হারিছ চৌধুরী তদন্ত প্রতিবেদনসহ আমু-কামরুলকে ১৭ ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেশের ৬৯ কারাগারের মধ্যে অতি ঝুঁকিপূর্ণ ১৭ : কারা মহাপরিদর্শক

সকল