০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ন ১৪৩১,
`

ভোলায় জেলেদের হামলায় মৎস কর্মকর্তাসহ আহত ৫

জেলেদের হামলায় মৎস কর্মকর্তাসহ আহতরা - ছবি : নয়া দিগন্ত

ভোলায় জেলেদের হামলায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসানসহ পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে মেঘনার কাঠির মাথা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), মৎস্য কর্মকর্তা ও পুলিশসহ প্রশাসনিক কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের ভোলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মৎস্য বিভাগ জানায়, ‘সদর উপজেলা মৎস্য কর্মকর্তার নেতৃত্বে একটি দল অভিযানে যায়। এ সময় মেঘনায় চরঘেরা জাল দেখতে পেয়ে তা অপসারণ করতে গেলে জেলেরা অভিযান টিমের ওপর হামলা চালায়। এতে পাঁচ কর্মকর্তা আহত হন। এ সময় সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান, ফিল্ড অ্যাসিস্টেন্ট রফিকুল ইসলাম, তথ্য সংগ্রহকারী তানজিল, স্পিডবোটচালক কামাল ও শ্রমিক জামাল আহত হন।

জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব এ তথ্য নিশ্চিত করে বলেন, হামলার ঘটনায় ভোলা সদর মডেল থানায় আমরা মামলার প্রস্তুতি চলছে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাইন পারভেজ বলেন, ঘটনা শুনেছি, অভিযোগ পেলে আইনিব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement
খুলনায় দুর্বৃত্তের হামলায় আহত বিএনপি নেতার মৃত্যু সিরিয়ার সরকারকে যে বার্তা দিলেন এরদোগান এসপি বাবুল আক্তারের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই নাগরিকদের নিরাপত্তার বিষয়ে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপের প্রশংসা যুক্তরাষ্ট্রের বেনজীরের ক্যাশিয়ার জসিম গ্রেফতার দিল্লি জামে মসজিদ নিয়ে হিন্দুসেনার দাবি কক্সবাজার সৈকতে পরিত্যক্ত প্লাস্টিকের তৈরি রোবট দানব যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান গ্রেফতার সাভারে দাফন করা ব্যক্তিই হারিছ চৌধুরী তদন্ত প্রতিবেদনসহ আমু-কামরুলকে ১৭ ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেশের ৬৯ কারাগারের মধ্যে অতি ঝুঁকিপূর্ণ ১৭ : কারা মহাপরিদর্শক

সকল