আমরা সন্ত্রাস, দুর্নীতি ও শোষণমুক্ত বাংলাদেশ চাই : জামায়াত আমির
- নাজিরপুর (পিরোজপুর) সংবাদদাতা
- ০২ ডিসেম্বর ২০২৪, ১৯:৫৭
‘আমরা সন্ত্রাস, দুর্নীতি ও শোষণমুক্ত বাংলাদেশ চাই’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আমরা তোমাদের হাতে ঐক্যবদ্ধ জাতি তুলে দিতে চাই। যেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমান একসাথে বসবাস করবে।
সোমবার (২ ডিসেম্বর) দুপুরে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ছারছিনা দরবার শরীফে আগমন উপলক্ষে উপজেলার জগন্নাথকাঠি বন্দরে এক সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ এগিয়ে যাবে। একজন নাগরিক হিসেবে সবাই সমান অধিকার ভোগ করবে।’
তিনি বলেন, ‘মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীসহ হাজার হাজার মানুষ স্বৈরাচার সরকারের জুলুম-নির্যাতনে মারা গেছেন।’
তিনি আরো বলেন, ‘জুলাই বিপ্লবে সবার অংশগ্রহণে আমরা পরাধীনতার শৃঙ্খল ভেঙে মুক্ত হয়েছি। এ বিপ্লবে হাজার হাজার মানুষ প্রাণ দিয়েছেন। কেউ চিরতরে পঙ্গু হয়েছেন। কেউ হারিয়েছেন অঙ্গ। তাই এ দেশ হবে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার। এদেশে আমরা আর কোনো রক্তপাত দেখতে চাই না।’
এরপর দুপুরে তিনি নেছারাবাদ উপজেলার ঐতহাসিক ছারছীনা দরবারে গিয়ে মাজার জিয়ারত করেন এবং যোহরের নামাজ আদায় শেষে ছারছীনা শরীরের পীর হযরত মাওলানা মুফতি শাহ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইনের সাথে কুশল বিনিময় করেন।
এ সময় তার সাথে ছিলেন বরিশাল মহানগর জামায়াত ইসলামী আমির অধ্যক্ষ মাওলানা মো: জহির উদ্দিন মোহাম্মদ বাবর, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী সদস্য মো: মোবারক হোসেন, পিরোজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদ, আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম সাঈদী ও ভাইস চেয়ারম্যান মাসুদ সাঈদী, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মো: জহিরুল ইসলাম, নেছারাবাদ উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল কালাম আজাদ প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা