০১ ডিসেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ন ১৪৩১, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বাংলাদেশ নৌবাহিনী আজ একটি আধুনিক ত্রিমাত্রিক নৌবাহিনী : নৌপ্রধান

- ছবি : নয়া দিগন্ত

সক্ষমতা বৃদ্ধির ধারাবাহিকতায় বাংলাদেশ নৌবাহিনী আজ একটি আধুনিক ত্রিমাত্রিক বাহিনী বলে মন্তব্য করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।

রোববার (১ ডিসেম্বর) সকালে পটুয়াখালীর বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ নৌবাহিনীর বি/২০২৪ ব্যাচের ৪৪০ জন নবীন নাবিকের বুটক্যাম্প প্রশিক্ষণের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নৌ-প্রধান বলেছেন, ত্রিমাত্রিক নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নতুন নতুন ঘাঁটি, উন্নততর জাহাজ, আধুনিক যুদ্ধ সরঞ্জাম ও প্রযুক্তি সংযোজনের কার্যক্রম চলমান রয়েছে। নৌবাহিনীর দক্ষ ব্যবস্থাপনায় শিপইয়ার্ডসমূহ নিজস্ব প্রযুক্তিতে জাহাজ নির্মাণ করছে। এরই ধারাবাহিকতায় খুলনা শিপইয়ার্ডে নির্মিত পাঁচটি প্যাট্রোল ক্রাফট ইতোমধ্যে নৌবহরে সংযুক্ত হয়েছে। নৌবাহিনীতে দু’টি Unmanned Aerial Vehicle (UAV) ও তিনটি Landing Craft Tank (LCT) সংযোজনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দু’টি Utility Helicopter অতি শিগগির বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হবে বলে নৌ-প্রধান আশা প্রকাশ করেন।

বর্তমান অন্তর্বর্তী সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নে সশস্ত্রবাহিনীর অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনী সার্বিক সহযোগিতা অব্যাহত রেখেছে। বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা ইউনাইট টু সিভিল পাওয়ারের আওতায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে সহায়তা করছে। এছাড়া নদী ও সমুদ্র পথে বিভিন্ন দুর্ঘটনা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ড দ্রুত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে থাকে।

এর আগে সকালে মনোমুগ্ধকর কুচকাওয়াজে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।

এ সময় তিনি সমাপনী বি/২০২৪ ব্যাচের নবীন নাবিকদের মধ্যে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী মো: এ কে এম শাহাদত হোসেন সাদী পেশাগত ও সকল বিষয়ে সর্বোচ্চফল অর্জনকারী সেরা চৌকশ নাবিক হিসেবে ‘নৌপ্রধান পদক’, মো: শাহীনুর আলম শিমুল দ্বিতীয় স্থানে ‘কমখুল পদক’ এবং সাব্বির রহমান তৃতীয় স্থানে ‘শের-ই-বাংলা পদক’ বিতরণ করেন।

মনোজ্ঞ এ কুচকাওয়াজ অনুষ্ঠানে নৌবাহিনী সদর দফতরের পিএসওগণ, উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তা, পটুয়াখালী এবং নবীন নাবিকদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

তিনি আরো বলেন, বাংলাদেশের উত্তরোত্তর উন্নয়নে ও সমৃদ্ধির লক্ষ্যে নৌবাহিনীকে যুগোপযোগী এবং প্রযুক্তিসম্পন্ন নৌবাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে, যা দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সমুদ্রভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা রাখতে সক্ষম হবে। একটি সক্ষম ও শক্তিশালী নৌবাহিনী গড়ে তোলার লক্ষ্যে ইতোমধ্যে নৌবহরে উল্লেখযোগ্য সংখ্যক আধুনিক যুদ্ধজাহাজ, স্পেশাল ফোর্স, হেলিকপ্টার, এমপিএ ও সাবমেরিন যুক্ত হয়েছে এবং কমিশনিং করা হয়েছে একাধিক নৌঘাঁটি।

নৌবাহিনী প্রধান আরো বলেন, সম্প্রতি ফেনী-কুমিল্লায় বন্যা মোকাবেলা এবং পরবর্তী চিকিৎসা ও পূর্নবাসনে কাজ করেছে বাংলাদেশ নৌবাহিনী।

তিনি বলেন, বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় একটি যুগোপযোগী নৌবাহিনী গড়ে তোলার জন্য প্রয়োজন চৌকস ও প্রশিক্ষিত নাবিক। নৌবাহিনীর উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে নৌবাহিনী প্রধান নবীন নাবিক প্রশিক্ষণ বিদ্যালয় থেকে অর্জিত জ্ঞান যথাযথভাবে কাজে লাগিয়ে নিজেদের যোগ্য নাবিক হিসেবে গড়ে তোলার এবং জাতীয় নিরাপত্তা ও অগ্রগতির পথে সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।

পেশা হিসেবে দেশ সেবা ও দেশ গড়ার পবিত্র দায়িত্বকে বেছে নেয়ায় নৌবাহিনী প্রধান নবীন নাবিকদেরকে আন্তরিক ধন্যবাদ জানান। সেইসাথে আজকের নবীন নাবিকরা ভবিষ্যতে বাংলাদেশের সুবিশাল সমুদ্রসীমা রক্ষার পাশাপাশি নতুন বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে বলে নৌবাহিনী প্রধান আশাবাদ ব্যক্ত করেন।


আরো সংবাদ



premium cement
সিংড়ায় ৬ কিলোমিটার খাল দখলমুক্ত করল প্রশাসন ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু, শনাক্ত ৮৮২ খেলার মাঠে রাবি শিক্ষার্থীর মৃত্যু ৪ মাসে রেমিট্যান্স এসেছে ২ বিলিয়ন ডলারের বেশি সচিবালয়ের কর্মচারীদের ৪ ডিসেম্বরের মহাসমাবেশ স্থগিত রাশিয়ার হামলায় আলেপ্পো হামলার নেতৃত্বদানকারী জুয়াইনি নিহত! জবি ভর্তিতে থাকছে মুক্তিযোদ্ধা সন্তান ও পোষ্য কোটা এবার বই উৎসব হবে না তবে বছরের শুরুতেই বই পাবে শিক্ষার্থীরা : উপদেষ্টা বিধান তারেক রহমান খালাস পাওয়ায় রিজভীর নেতৃত্বে আনন্দ মিছিল কিশোরগঞ্জে নিরাপদ সড়ক চাই-এর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজনৈতিক উদ্দেশ্যেই তারেক রহমানকে অভিযুক্ত করেছিল ফ্যাসিবাদী আ'লীগ : মির্জা ফখরুল

সকল